রণবীর বনাম রণবীর, সঙ্গে দীপিকা!!!

Last Updated:

বুদ্ধিমতি দীপিকা এড়িয়ে গেলেন পুরো প্রশ্নটাকেই, কিন্তু প্রোমোশনের এই প্রশ্ন রণবীর সিংয়ের কানে পৌঁছতেই সোজাসাপটা বাজিরাও রণবীর জানালেন, ‘বড্ড বাজে প্রশ্ন৷ দীপিকার পাশে রণবীর সিংই হটার, অন্য রণবীর তো একেবারেই ঠান্ডা৷’

#মুম্বই: একেই বলে প্রেমের টান৷ থুড়ি বলা ভালো প্রেমের টানাটানি৷ আর ফিল্মি কায়দায় বলতে গেলে, এক ফুল দো মালি! গপ্পোটা হল, দুই রণবীর আর এক দীপিকাকে নিয়ে৷ ‘রামলীলা’র পর সঞ্জয়লীলা বনশালির ‘বাজীরাও মস্তানি’ ছবিতে ফের জুটি বেঁধেছেন দীপিকা-রণবীর সিং৷ অন্যদিকে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির’ পর ইমতিয়াজ আলির ‘তামাসা’তে কামব্যাক বলিউডের সবচেয়ে জনপ্রিয় রিয়েল টাইম প্রেমিক জুটি, রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন৷ এক ছবিতে নতুন প্রেমের নতুন রসায়ন, তো আরেক দিকে পুরনো প্রেম জমে ক্ষীর! এই দুই প্রেম নিয়ে যে গুঞ্জন উড়বে তা তো স্বাভাবিকই৷ তবে গুঞ্জনের সুত্রপাত ঘটল, রণবীর সিংয়ের মুখে মুখেই৷
‘তামাশা’ ছবির প্রোমোশনে করণ জোহর হঠাৎই দীপিকাকে জিজ্ঞেস করে বসলেন, দীপিকার পাশে কে বেশি ভালো রণবীর সিং নাকি রণবীর কাপুর? বুদ্ধিমতি দীপিকা এড়িয়ে গেলেন পুরো প্রশ্নটাকেই, কিন্তু প্রোমোশনের এই প্রশ্ন রণবীর সিংয়ের কানে পৌঁছতেই সোজাসাপটা বাজিরাও রণবীর জানালেন, ‘বড্ড বাজে প্রশ্ন৷ দীপিকার পাশে রণবীর সিংই হটার, অন্য রণবীর তো একেবারেই ঠান্ডা৷’
advertisement
রণবীর কাপুর অবশ্য, রণবীর সিংয়ের মন্তব্য শুনে মুচকি হেসেছেন৷ উলটে করণ জোহরের নতুন সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর শ্যুটিং ফ্লোরে দিব্য আছেন রণবীর সিংয়ের প্রাক্তন গার্লফ্রেন্ড অনুষ্কাকে নিয়েই!
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীর বনাম রণবীর, সঙ্গে দীপিকা!!!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement