আমার ছবি বিকৃত করা হয়েছে! নগ্ন ফোটোশ্যুট নিয়ে পুলিশের কাছে দাবি রণবীরের

Last Updated:

গত ২৯ অগাস্ট  সোমবার সকাল ৭টায় রণবীর থানায় হাজিরা দিতে গিয়েছিলে। রণবীরের বক্তব্য রেকর্ড করেছিলেন আধিকারিকরা।

#মুম্বই: প্রায় দু'মাস পেরিয়ে গেল। কিন্তু রণবীর সিংয়ের নগ্ন ফোটোশ্যুট বিতর্কে ইতি নেই। নিউ ইয়র্কের এক ফ্যাশন ম্যাগাজিনে প্রচ্ছদের জন্য করা এই ফটোশ্যুট ঘিরে নানা ধরনের প্রতিক্রিয়া আসে। অন্য দিকে রণবীরের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।
মুম্বই পুলিশ নগ্ন ফটোশুট মামলায় রণবীরের বিবৃতি রেকর্ড করার কয়েক দিন পরে, বৃহস্পতিবার প্রকাশ্যে আসে, অভিনেতা দাবি করেছেন যে তাঁর ফোটোশ্যুটের অনেকগুলি ছবির মধ্যে একটি ছবিকে বিকৃত করা হয়েছে। অভিনেতার মতে, ছবিটি যেভাবে দেখানো হচ্ছে, সেভাবে শ্যুট করা হয়নি।
advertisement
advertisement
গত ২৯ অগাস্ট  সোমবার সকাল ৭টায় রণবীর থানায় হাজিরা দিতে গিয়েছিলে। রণবীরের বক্তব্য রেকর্ড করেছিলেন আধিকারিকরা। সেই বয়ানের ভিত্তিতেই প্রকাশ্যে এই তথ্য।
শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি অভিনেতার বিরুদ্ধে অভিযোগ জানানোর পর গত ২৬ জুলাই রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। আর এক আইনজীবীও একই অভিযোগ জানিয়েছিলেন।
advertisement
নায়কের বিরুদ্ধে অভিযোগ, তাঁর নগ্ন ছবির জন্য 'নারীদের ভাবাবেগে আঘাত' লেগেছে। ভারতীয় দণ্ডবিধির ২৯২ (জনসাধারণের উদ্দেশে প্রকাশের অযোগ্য ছবি), ২৯৩ (নতুন প্রজন্মকে ভুল পথে চালিত করা), ৫০৯ (শব্দ, অঙ্গভঙ্গির মাধ্যমে নারীদের শালীনতাকে অপমান করা) এবং ৬৭(এ) (আইটি অ্যাক্ট) ধারায় মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমার ছবি বিকৃত করা হয়েছে! নগ্ন ফোটোশ্যুট নিয়ে পুলিশের কাছে দাবি রণবীরের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement