কতজন পুরুষ জুটল জীবনে, দেখা হলেই প্রিয়াঙ্কার কাছে জানতে চান রণবীর সিং

Last Updated:

প্রিয়াঙ্কা এবং রণবীর, দু'জনের হাতেই এখন ভর্তি কাজ। প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে দ্য হোয়াইট টাইগার (The White Tiger) ছবিতে। চলছে টেক্সট ফর ইউ (Text For You)-এর শ্যুটিং। রণবীর ব্যস্ত আছেন সূর্যবংশী, (Sooryanvanshi), সার্কাস (Cirkus) ও ৮৩ (’83)-এর মতো ছবি নিয়ে।

#মুম্বই: প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের (Priyanka Chopra Jonas) আত্মজীবনী আনফিনিশড (Unfinished) যাকে বলে জটায়ুর ভাষায় সেলিং লাইক হট কচুরিজ। আর সেই আনন্দে আপ্লুত হয়ে আছেন দেশি গার্ল। প্রিয়াঙ্কা এখন বিভিন্ন অনুষ্ঠানে তাঁর বইয়ের প্রচার করছেন। সেই সংক্রান্ত একটি অনলাইন অনুষ্ঠানে তিনি মুখোমুখি হলেন বলিউডের এনার্জি ম্যান রণবীর সিংয়ের (Ranveer Singh)। রণবীর মুক্ত কণ্ঠে প্রিয়াঙ্কার প্রশংসা করে বলেন যে তিনি প্রিয়াঙ্কাকে যতই দেখেন, ততই অবাক হয়ে যান। প্রিয়াঙ্কার কাজ তাঁকে অনুপ্রাণিত করে।
রণবীর বলেন যে, প্রিয়াঙ্কা তুমি আমায় অবাক করে দিয়েছ, তোমার বিভিন্ন কাজ এবং বহু বর্ণের সাফল্য, তোমার বহুমুখী প্রতিভা এবং তুমি জীবনে যা যা করেছ, সবটাই কুর্নিশ করার মতো!
advertisement
advertisement
অনুষ্ঠানে অনেকের মতোই রণবীর জানতে চান যে প্রিয়াঙ্কার লেখা বইটির নাম আনফিনিশড কেন? প্রিয়াঙ্কা বলেন যে তাঁর জীবনের বহু অধ্যায়ের বিষয়ে তিনি এই বইতে কিছু লেখেননি। কারণ তিনি চান সেটুকু তাঁর কাছেই ব্যক্তিগত হয়ে থাক। কিছু পর্যায় বাদ গিয়েছে বলেই এই বইয়ের নাম তিনি অসমাপ্ত বা আনফিনিশড দিয়েছেন। রণবীরও প্রিয়াঙ্কার সঙ্গে একমত হন এই বিষয়ে। হয় তো এই ভাবেই শিল্পীদের জীবন অসমাপ্তই থাকে!
advertisement
প্রিয়াঙ্কার সঙ্গে কথোপকথনে অনেক পুরনো কথাই মনে গিয়েছে রুপোলি পর্দার খিলজির। প্রিয়াঙ্কা লস অ্যাঞ্জেলেস থেকে ট্যুর করে আসার পর প্রযোজক রীতেশ সিধওয়ানি (Ritesh Sidhwani) একটি পার্টির আয়োজন করেন। সেখানে নিমন্ত্রিত ছিলেন রণবীরও। আর সেখানেই নাকি চুটিয়ে কূটকচালি করেছেন তিনি। নিজেকে এই ব্যাপারে প্রধান জনানি বা মহিলা বলতেও আপত্তি নেই নায়কের। প্রিয়াঙ্কার কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে নানা খবর নিয়েছিলেন তিনি। জানতে চেয়েছিলেন, সেই পার্টি থেকে কতজন পুরুষের মন জয় করেছেন নায়িকা! রণবীরের ভাষায়. তিনি জানতে চেয়েছিলেন গসিপ আন্টির মতো- অউর বাতা কিতনি মিলি? এই বিষয়ে মাথা নেড়ে সায় দিয়ে হেসে কুটোপাটি হন নায়িকাও!
advertisement
রণবীর সিংয়ের পাল্লায় পড়লে কারও নিস্তার নেই। ছাড় পাননি প্রিয়াঙ্কাও। রণবীর জানতে চান বইয়ের প্রচ্ছদে নায়িকা হাতে বই নিয়ে অমন গোমড়া মুখে দাঁড়িয়ে কেন? প্রিয়াঙ্কাও কী আর যে সে মেয়ে! তাঁরও বুদ্ধিদীপ্ত উত্তর, তাঁকে যাতে লেখক-লেখক লাগে, সেই জন্যই এই ভঙ্গিমায় দাঁড়িয়েছেন তিনি।
প্রিয়াঙ্কা এবং রণবীর, দু'জনের হাতেই এখন ভর্তি কাজ। প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে দ্য হোয়াইট টাইগার (The White Tiger) ছবিতে। চলছে টেক্সট ফর ইউ (Text For You)-এর শ্যুটিং। রণবীর ব্যস্ত আছেন সূর্যবংশী, (Sooryanvanshi), সার্কাস (Cirkus) ও ৮৩ (’83)-এর মতো ছবি নিয়ে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কতজন পুরুষ জুটল জীবনে, দেখা হলেই প্রিয়াঙ্কার কাছে জানতে চান রণবীর সিং
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement