Ranveer Singh: নগ্ন ছবির জন্য 'নারীদের শালীনতায় আঘাত', ৪টি ধারায় মামলা রণবীরের বিরুদ্ধে

Last Updated:

আমেরিকার এক পত্রিকার জন্য তোলা সেই ছবিগুলির কোনওটায় দেখা যাচ্ছে কার্পেটের উপরে শুয়ে আছেন নগ্ন রণবীর। কখনও বা বসে ক্যামেরায় কঠিন দৃষ্টিতে পোজ।

#মুম্বই: মুম্বইয়ের চেম্বুর থানায় মামলা দায়ের হল বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে। সোমবারই জানা গিয়েছিল, মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। দাবি ছিল, নায়কের সাম্প্রতিকতম নগ্ন ছবিগুলি 'মহিলাদের ভাবাবেগে আঘাত' করেছে। আজ, মঙ্গলবার চেম্বুর থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
ভারতীয় দণ্ডবিধির ২৯২ (জনসাধারণের উদ্দেশে প্রকাশের অযোগ্য ছবি), ২৯৩ (নতুন প্রজন্মকে ভুল পথে চালিত করা), ৫০৯ (শব্দ, অঙ্গভঙ্গির মাধ্যমে নারীদের শালীনতাকে অপমান করা) এবং ৬৭(এ) (আইটি অ্যাক্ট) ধারায় মামলা দায়ের হয়েছে দীপিকা পাড়ুকোনের স্বামীর বিরুদ্ধে।
মুম্বইয়ের এক আইনজীবী বেদিকা চৌবে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বেদিকা তাঁর অভিযোগপত্রে দাবি করেছেন, নারীদের অনুভূতিতে আঘাত করেছেন রণবীর এবং তাঁর ছবির মাধ্যমে নারীদের শালীনতাকে অপমান করেছেন।
advertisement
advertisement
বেদিকা ছাড়াও আর একটি স্বেচ্ছাসেবী সংস্থা নায়কের বিরুদ্ধে মামলা ঠুকেছেন।
নগ্ন ফোটোশ্যুট করে আইনি বিপাকে রণবীর। যে দিন এই ছবিগুলি প্রকাশ্যে আসে, সোশ্যাল মিডিয়াজুড়ে প্রশংসা আর নিন্দার ছড়াছড়ি। একাধিক তারকা ইতিমধ্যেই অভিনেতার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু পাশাপাশি নিন্দার অন্ত নেই। কেউ বলছেন, রণবীর সাহসিকতার পরিচয় দিয়েছেন, কেউ দাবি করছেন, এ ভাবে নগ্ন হয়ে ক্যামেরার সামনে আসা অনুচিত। কেউ প্রশ্ন তুলছেন, কোনও মহিলা এমন করলে কি মেনে নেওয়া হত?
advertisement
আমেরিকার এক পত্রিকার জন্য তোলা সেই ছবিগুলির কোনওটায় দেখা যাচ্ছে কার্পেটের উপরে শুয়ে আছেন নগ্ন রণবীর। কখনও বা বসে ক্যামেরায় কঠিন দৃষ্টিতে পোজ। যদিও কয়েকটি ছবিতে কালো অন্তর্বাস পরে রয়েছেন। মুহূর্তে ভাইরাল সেই ছবিগুলি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranveer Singh: নগ্ন ছবির জন্য 'নারীদের শালীনতায় আঘাত', ৪টি ধারায় মামলা রণবীরের বিরুদ্ধে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement