রণবীর সিং (Ranveer Singh) এখন চর্চা রয়েছেন তাঁর নগ্ন ফোটোশ্যুটের জন্য৷ তাঁর নগ্ন ফোটোশ্যুট নিয়ে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে৷ কেউ কেউ এই ছবির প্রশংসা করছেন, আবার কেউ নিন্দা করছেন৷ সম্প্রতি, তামিল অভিনেতা বিষ্ণু বিশাল (Tamil actor Vishnu Vishal)রণবীর সিং-এর দ্বারা অনুপ্রাণিত হন এবং রণবীর সিংয়ের(Vishnu Vishal poses nude) মতো নিজেও ছবি তুলে আলোড়ন ফেলে দেন৷ ছবি @ranveersingh//thevishnuvishal/Instagram