Ranveer Singh | viral video | Deepika Padukone | নাচের তালে দীপিকার কোলে রণবীর ! মায়ের জন্ম দিনে বউয়ের জন্য নাচ ! ফ্লোর কাঁপালেন রণবীর সিং

Last Updated:

Ranveer Singh | viral video | Deepika Padukone | মায়ের জন্মদিনে পার্টি জমালেন রণবীর সিং। নাচ করলেন দীপিকা পাড়ুকোনের জন্য। ভাইরাল ভিডিও

#মুম্বই: রণবীর সিং (Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও তাঁদের প্রেম কাহিনি পিঁছনে ফেলে দেয় সিনেমার গল্পকেও। সম্প্রতি রণবীর সিংয়ের মা অঞ্জু ভবনানির জন্মদিন ছিল। আর সেই উপলক্ষ্যে দারুণ মেজাজে দেখা গেল এই সেলেব দম্পত্তিকে। লাল টপ ও জিন্সে শাশুড়ি মায়ের সঙ্গে ছবি তুলেছেন দীপিকা। সঙ্গে ছিলেন রণবীর সিংও এ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছিল। এবার সামনে এল জন্ম দিনের পার্টির ভিডিও।
মায়ের জন্মদিনে জমাটি পার্টি রেখেছিলেন রণবীর সিং(Ranveer Singh) । সেখানে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) বাবা-মা সহ গোটা পরিবার। রণবীর সিংকে এই পার্টিতেই ডেনিম জিন্সের সঙ্গে স্যান্ডো ও হ্যাট এবং রংবাহারি সানগ্লাস পরে নাচ করতে দেখা যায়।
advertisement
advertisement
advertisement
সোফায় অতিথিদের সঙ্গে বসে রয়েছেন দীপিকা পাড়ুকোন। লাল টপ ও জিন্স পরে আছেন তিনি। হাতে ওয়াইন গ্লাস। এবার নাচতে নাচতে দীপিকার (Deepika Padukone)কাছে চলে গেলেন রণবীর (Ranveer Singh)। প্রায় কোলে উঠে নাচতে থাকলেন তিনি। যা দেখে হেসে ফেলেন দীপিকা সহ বাকিরাও। এই মজার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, দীপিকা বহুবার বলেছেন রণবীরের মতো খোলা মনের মানুষ হয় না। রণবীর যে সত্যিই মন খোলা তা প্রকাশ পায় অভিনেতার নানা কথাতেই। মাঝে মধ্যেই অদ্ভুত পোশাক পরে ফেলেন তিনি। মাঝ রাস্তায় হঠাৎ গাড়ি থেকে নেমে নেচে ফেলেন। আবার কঠিন সময়ে শক্ত করে ধরে থাকেন দীপিকার (Deepika Padukone) হাত। ড্রাগস কাণ্ডে যেভাবে রণবীর পাশে ছিলেন দীপিকার তা সত্যিই মুগ্ধ করেছিল মানুষকে। দীপিকা বিয়ের আগে এবং রণবীরের সঙ্গে প্রেমের সম্পর্কে আসার আগে বহুবার প্রেমে পড়েছেন। অনেকের সঙ্গেই তাঁর নাম জড়িয়েছে। রণবীর কাপুরের সঙ্গে দীপিকার প্রেম কাহিনি প্রায় অমর হতে বসেছিল। তবে সে সব প্রেম ভেঙে দীপিকার জীবনে আসেন রণবীর সিং। দীপিকা সাক্ষাৎকারে জানিয়েছিলেন, " রণবীর সিংকে না চিনলে আমার জীবন অসম্পূর্ণ থেকে যেত। আমার জীবনের সেরা মানুষ ও ভালোবাসা রণবীর সিং।"  বিয়ের পর থেকেই দারুণ ভালোবাসায় আছেন এই জুটি। মায়ের জন্মদিনে আর একবার সেই ভালোবাসারই প্রমাণ দিলেন সিং(Ranveer Singh) ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranveer Singh | viral video | Deepika Padukone | নাচের তালে দীপিকার কোলে রণবীর ! মায়ের জন্ম দিনে বউয়ের জন্য নাচ ! ফ্লোর কাঁপালেন রণবীর সিং
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement