Ranveer Singh Alia Bhatt Kissing: গভীর চুম্বনে মত্ত রণবীর-আলিয়া, রকি-রানির একাধিক বাদ পড়া ঘনিষ্ঠ দৃশ্য শেয়ার করলেন করণ! দেখুন

Last Updated:

Ranveer Singh Alia Bhatt Kissing: ঠোঁটে ঠোঁট, গভীর চুম্বনে আবদ্ধ রণবীর সিং ও আলিয়া ভাট। চমকে গেলেন নাকি?

রণবীর সিং ও আলিয়া ভাটের চুম্বন দৃশ্য
রণবীর সিং ও আলিয়া ভাটের চুম্বন দৃশ্য
মুম্বই: ঠোঁটে ঠোঁট, গভীর চুম্বনে আবদ্ধ রণবীর সিং ও আলিয়া ভাট। চমকে গেলেন নাকি? এটা অবশ্যই বাস্তবে নয়, সিনেমার দৃশ্যে। বৃহস্পতিবার করণ জোহর সারেগামা ক্যারাভন মিডলেতে ব্লকবাস্টার ছবি রকি অওর রানি কি প্রেম কাহানি-র পুরো ভার্সনটি শেয়ার করেছেন। সেখানেই দেখা গিয়েছে ছবি থেকে বাদ পড়া অসংখ্য চুম্বন-দৃশ্য।
নতুন দুটি গানও শেয়ার করা হয়েছে ধর্মা প্রোডাকশনের তরফে। ‘হম তুম এক কামরে মে বন্ধ হো’, ‘আও না, গলে লাগাও না’ গান দুটিতে ফের নতুন চুম্বনের দৃশ্য দেখা গিয়েছে। সেখানেই প্রচুর ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে আলিয়া ভাট ও রণবীর সিংয়ের। শুধু রণবীর আলিয়া নয়, এই ছবিতে ধর্মেন্দ্র এবং শাবানা আজমির চুম্বনের দৃশ্যও নজর কেড়েছিল।
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by Karan Johar (@karanjohar)

advertisement
advertisement
নেটিজেনদের একাংশ দাবি করছেন, জোর করে বর্ষীয়ান অভিনেতাদের দিয়ে এমন দৃশ্যে অভিনয় করিয়েছেন পরিচালক। আবার কেউ বলছে, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। ছবির বিতর্কিত দৃশ্য নিয়ে অবশেষ মুখ খুললেন ধর্মেন্দ্র। রকি অওর রানি কি প্রেম কাহানিতে রকির (রণবীর সিং) ঠাকুরদা ধর্মেন্দ্রর সঙ্গে রানির (আলিয়া ভাট) ঠাকুমার শাবানার পুরনো প্রেমের প্রসঙ্গ উঠে এসেছে।
advertisement
আরও পড়ুন: চিরকাল ‘লুকিয়ে’ সইফ-সোহার বোন সাবা আলি খান, কিন্তু কেন? ২৭০০ কোটির মালকিন কী কাজ করেন?
রকি অওর রানি কি প্রেম কাহানি ছবিতে আলিয়া-রণবীরের মধ্যে ভরপুর প্রেম দেখানো হয়েছে। একাধিক দৃশ্যে রয়েছে আলিয়া ও রণবীরের ঠোঁটঠাসা চুমুও। ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন আলিয়ার স্বামী রণবীর কাপুরও। ছবি শেষে তাঁকে এই চুমু দৃশ্য নিয়ে প্রশ্ন করতেই রণবীরের প্রতিক্রিয়া, দারুণ ছবি!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranveer Singh Alia Bhatt Kissing: গভীর চুম্বনে মত্ত রণবীর-আলিয়া, রকি-রানির একাধিক বাদ পড়া ঘনিষ্ঠ দৃশ্য শেয়ার করলেন করণ! দেখুন
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement