Asha Bhosle Birthday: বিতর্কিত প্রেমজীবন আশা ভোঁসলের, লতার ব্যক্তিগত সচিবের সঙ্গে গভীর প্রেম-বিয়ে, পরে ফের আর ডি-র স্ত্রী হন তিনি

Last Updated:

Asha Bhosle Birthday: মাত্র ১৬ বছর বয়সে আশা ভোঁসলে গণপত রাওয়ের প্রেমে পড়েছিলেন। তিনি ছিলেন লতা মঙ্গেশকরের ব্যক্তিগত সচিব।

আশা ভোঁসলে
আশা ভোঁসলে
কলকাতা: কিংবদন্তি সুরকার রাহুল দেব বর্মণ এবং সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের প্রেমকাহিনি মায়ানগরীর চর্চায় থেকেছে দীর্ঘ কাল। ১৯৮০ সালে রাহুল বিয়ে করেন আশাকে। দু’জনেরই দ্বিতীয় বিবাহ সেটি। শুক্রবার আশা ভোঁসলের ৯০ তম জন্মদিন। লতা মঙ্গেশকরের বোন আশা গানের জগতে জনপ্রিয়তার শিখরে পৌঁছছেন। বিতর্ক রয়েছে আশার প্রেম ও বিবাহিত জীবন নিয়ে। তবে গানই তাঁকে সমস্ত বিতর্ক থেকে সরিয়ে নতুন জীবন দিয়েছিল।
মাত্র ১৬ বছর বয়সে আশা গণপত রাওয়ের প্রেমে পড়েছিলেন। তিনি ছিলেন লতা মঙ্গেশকরের ব্যক্তিগত সচিব। গণপত তখন ৩১ বছরের যুবক। আশা-গণপতের প্রেম পরিবারে কেউ মেনে নেয়নি। দিদি ও পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলেন আশা। অল্প সময়ের মধ্যে তিন সন্তানও হয়েছিল তাঁদের। তবে শ্বশুরবাড়িতে আশা নির্যাতিত হন বলে জানা যায়। সন্তান-সহ আশাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: কাজ না কি প্রেম? আপনি কোনটায় বেশি গুরুত্ব দেন? এই ইলিউশন থেকেই পরিষ্কার হয়ে যাবে, দেখুন
তিন সন্তানকে নিয়ে মামাবাড়িতে চলে যান আশা। পরে ৬ বছরের ছোট রাহুল দেব বর্মণের সঙ্গী হন আশা ভোঁসলে। মঞ্জিল ছবিতে একসঙ্গে দুজনে কাজ করেন এবং সেই থেকে সম্পর্ক হয় তাঁদের। পরে ১৯৮০ সালে তাঁরা বিয়ে করেন। আশা তাঁর এক সাক্ষাৎকারে রাহুলের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথা বলেছিলেন। প্রতিভাবান রাহুল তখন তরুণ। ভালবেসে সকলেই তাঁকে পঞ্চম বলে ডাকতেন।
advertisement
advertisement
আরও পড়ুন: চিরকাল ‘লুকিয়ে’ সইফ-সোহার বোন সাবা আলি খান, কিন্তু কেন? ২৭০০ কোটির মালকিন কী কাজ করেন?
রোগাপাতলা, ফ্যাকাশে এক যুবক। চোখে মোটা চশমা। সেই পঞ্চমকে চিনতেন আশা। গায়িকার কথায়, ‘সেই ছেলেটি আমার অটোগ্রাফ চেয়েছিল। রেডিওতে আমার গাওয়া মরাঠি নাট্যসঙ্গীত শুনেছিল ভাল লেগেছিল ওর।’ আশা আরও বলেছিলেন, ‘মজাদার মানুষ ছিলেন রাহুল। অনেকের গলা নকল করতে পারতেন। আশাকে এক বার ঝাড়ু উপহার দিয়েছিলেন, সঙ্গে অবশ্য একটা গোলাপও ছিল।’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Asha Bhosle Birthday: বিতর্কিত প্রেমজীবন আশা ভোঁসলের, লতার ব্যক্তিগত সচিবের সঙ্গে গভীর প্রেম-বিয়ে, পরে ফের আর ডি-র স্ত্রী হন তিনি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement