Viral Optical Illusion: কাজ না কি প্রেম? আপনি কোনটায় বেশি গুরুত্ব দেন? এই ইলিউশন থেকেই পরিষ্কার হয়ে যাবে, দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
Viral Optical Illusion: কেউ কেউ প্রথমে মহিলার মুখের অবয়ব দেখতে পাবেন, তো আবার কেউ বা প্রথমেই মোরগের অবয়বকে দেখবেন।
কলকাতা: দৃষ্টিবিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়।
অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement
আরও পড়ুন: চিরকাল ‘লুকিয়ে’ সইফ-সোহার বোন সাবা আলি খান, কিন্তু কেন? ২৭০০ কোটির মালকিন কী কাজ করেন?
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! তার আগে ছবিটিতে কী কী দেখা যাচ্ছে, সেটাই দেখে নেওয়া যাক।
advertisement
advertisement

আরও পড়ুন: দারুণ প্রতিযোগিতা চলছে দিলীপ ঘোষের বাসভবনে, সাংসদের ঘরে উপচে পড়ল ভিড়! দেখুন
ছবিটিতে দেখা যাচ্ছে পিচ-রঙা ব্যাকগ্রাউন্ডের উপর সিল্যুয়েটে এক মহিলার মুখের অবয়ব রয়েছে। যাঁর ঠোঁটটি উজ্জ্বল লাল রঙে রাঙানো। তবে ছবির মধ্যে অনেকেই লুকিয়ে থাকা একটি মোরগকেও দেখতে পাবেন। কেউ কেউ প্রথমে মহিলার মুখের অবয়ব দেখতে পাবেন, তো আবার কেউ বা প্রথমেই মোরগের অবয়বকে দেখবেন। আর এর থেকেই বোঝা যাবে একটা বিষয়। আসলে ওই মানুষটি কাজকে বেশি গুরুত্ব দেয় না কি প্রেমের সম্পর্ককে বেশি গুরুত্ব দেয়, সেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।
advertisement
যাঁরা প্রথমেই মহিলার মুখের অবয়ব দেখবেন, তাঁরা কোনটাকে বেশি গুরুত্ব দেন?
যাঁরা মহিলার মুখের অবয়ব এবং তাঁর লিপস্টিকে রাঙা ঠোঁট প্রথমেই দেখতে পাবেন, তাঁরা ভালবাসার দিকেই বেশি ঝোঁকেন। অনুভূতি আবেগের উপর নির্ভরশীল হয়ে পড়েন তাঁরা। প্রেমের সম্পর্কে থাকাটা এঁদের কাছে গুরুত্ব পায়। অর্থাৎ কাজের তুলনায় প্রেমকেই এঁরা বেশি গুরুত্ব দেয়।
advertisement
যাঁরা প্রথমেই মোরগের অবয়ব দেখবেন, তাঁরা কোনটাকে বেশি গুরুত্ব দেন?
যাঁরা প্রথমেই মোরগের অবয়ব দেখবেন, তাঁরা ব্যক্তিগত লক্ষ্যের তুলনায় কেরিয়ারকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। কেরিয়ারের লক্ষ্য স্থির করে সেটা অর্জন করার চেষ্টা করে এই মানুষগুলি। এই মানুষগুলির কাছে তাদের কাজই সবথেকে গুরুত্বপূর্ণ।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2023 1:56 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: কাজ না কি প্রেম? আপনি কোনটায় বেশি গুরুত্ব দেন? এই ইলিউশন থেকেই পরিষ্কার হয়ে যাবে, দেখুন