Dilip Ghosh: দারুণ প্রতিযোগিতা চলছে দিলীপ ঘোষের বাসভবনে, সাংসদের ঘরে উপচে পড়ল ভিড়! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Dilip Ghosh: কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে মাতলেন সাংসদ দিলীপ ঘোষ, দেখুন ভিডিও।
খড়গপুর: বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম কৃষ্ণ জন্মাষ্টমী। রাজ্য জুড়ে পালিত হয়েছে জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীতে মেতেছেন ৮ থেকে ৮০ সকলে। বিভিন্ন ধর্মীয় সংগঠনের পাশাপাশি জন্মাষ্টমীর বিশেষ আয়োজন হল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষের বাড়িতে।
কোথাও কৃষ্ণ জন্মাষ্টমীতে ঝুলনযাত্রা আবার দই হান্ডি মাটকি ফোড় আয়োজিত হয়। প্রতি বছরের মতো এ বছরও কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে দই হান্ডি মাটকি ফোড় অনুষ্ঠান আয়োজিত হয় খড়গপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে দিলীপ ঘোষ নিজের বাড়িতে কর্মী সমর্থকদের সঙ্গে এই অনুষ্ঠান পালন করেন এই অনুষ্ঠান।
advertisement
advertisement
অনুষ্ঠানের শুভ সূচনা করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। অন্যান্য রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি ধর্মীয় এই অনুষ্ঠানে অংশ নেন সকলে। থাকে দই হান্ডি মাটকি ফোড়ের প্রতিযোগিতাও। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে ধর্মীয় কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালনে অংশ নেন বহু মানুষ। পরবর্তীতে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ দিলীপ ঘোষ। সব মিলিয়ে সাংসদের বাসভবনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান ছিল বেশ জাঁকজমক।
advertisement
Ranjan Chanda
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2023 12:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: দারুণ প্রতিযোগিতা চলছে দিলীপ ঘোষের বাসভবনে, সাংসদের ঘরে উপচে পড়ল ভিড়! দেখুন