Home /News /entertainment /
Ranveer Kapoor and Alia Bhatt wedding : জানা গেল অতিথিসংখ্যা ও বিয়ের স্থান, এ মাসেই নাকি সাতপাকে বাঁধা পড়ছেন রণবীর-আলিয়া

Ranveer Kapoor and Alia Bhatt wedding : জানা গেল অতিথিসংখ্যা ও বিয়ের স্থান, এ মাসেই নাকি সাতপাকে বাঁধা পড়ছেন রণবীর-আলিয়া

Ranveer Kapoor and Alia Bhatt

Ranveer Kapoor and Alia Bhatt

Ranveer Kapoor and Alia Bhatt wedding : সম্প্রতি প্রকাশিত হল আরও কিছু তথ্য

 • Share this:

  মুম্বই : রণবীর কপূর এবং আলিয়া ভাট এখন বলিউডের সবথেকে চর্চিত জুটি৷ দর্শক ও অনুরাগীরা তাঁদের বিয়ের দিনক্ষণ জানতে উৎসুক৷ ইতিমধ্যেই বিয়ের তারিখ নিয়ে বহু জল্পনা কল্পনা গুঞ্জরিত হয়েছে৷ সে সব শিরোনামেও এসেছে৷ কিন্তু সম্প্রতি প্রকাশিত হল আরও কিছু তথ্য৷(Ranveer Kapoor and Alia Bhatt to tie the knot this month )

  বিনোদমূলক সংবাদমাধ্যমে প্রকাশিত, রণবীর এবং আলিয়া এ মাসেই বিয়ে করছেন (Ranveer Kapoor and Alia Bhatt wedding)৷ শোনা গিয়েছে, কোনও রাজকীয় হোটেলে নয়৷ বরং তাঁরা সাতপাকে বাঁধা পড়বেন কপূর পরিবারের পারিবারিক বাড়ি, আর কে হাউস-এ৷ জানা গিয়েছে, বিয়ের ভেনু ঠিক করেছেন রণবীর নিজেই৷ প্রসঙ্গত এই বাড়িতেই ১৯৮০ সালের ২০ জানুয়ারি গাঁটছড়া বেঁধেছিলেন রণবীরের বাবা মা, ঋষি ও নীতু কপূর৷

  আরও পড়ুন : চাপা পোশাকের সঙ্গে শিশিরভেজা মেকআপ, অনুষ্কার দিক থেকে চোখ না সরানো বিরাটের মন্তব্য ‘উফফফ! টু হট’

  ‘পিঙ্কভিলা’-র প্রতিবেদনে এও প্রকাশ যে বিয়েতে আমন্ত্রিত থাকবেন ৪৫০ জন অতিথি৷ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই নাকি বিয়ের দিনক্ষণ পাকা৷ কপূর পরিবারের ইচ্ছে ছিল বিয়ে হোক এপ্রিলের শেষে৷ কিন্তু ভাট পরিবারের ইচ্ছে, একটু তাড়াতাড়িই হয়ে যাক বিয়ে৷ কারণ আলিয়ার দাদু নরেন্দ্রনাথ রাজদানের শারীরিক অবস্থার কারণে৷ যদিও এই প্রসঙ্গে দুই পরি্বারের তরফে কোনও সমর্থন পাওয়া যায়নি, কিন্তু ভক্তদের মনে কল্পনা তার রঙিন পাখা মেলেছে৷

  আরও পড়ুন : আর্থিক জালিয়াতির শিকার রাজকুমার রাও, ট্যুইটারে ফেটে পড়লেন ক্ষোভে

  বিয়ে নিয়ে যে তাঁরা ভাবছেন সে কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকারও করেছেন রণবীর৷ জানান, তিনি কখনওই বিয়ের দিন সংবাদমাধ্যমে প্রকাশ করবেন না৷ তবে জানাতে ভোলেননি যে তিনি আর আলিয়া বিয়ে নিয়ে পরিকল্পনা করছেন৷ তাঁর আশা, খুব তাড়াতাড়ি তাঁদের বিয়ে হবে৷

  আরও পড়ুন : রেকর্ড ভাঙা উষ্ণতম মার্চের পর এপ্রিলেও কি দহনজ্বালা? নাকি বৃষ্টির পূর্বাভাস আছে?

  কাজের দিকেও এই প্রথম রণবীর এবং আলিয়া অভিনয় করবেন একই ছবিতে৷ অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় তাঁদের দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে৷ সম্প্রতি শেষ হয়েছে ছবির শ্যুটিং৷ এই ছবিতে তাঁরা ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনী রায় এবং নাগার্জুন আক্কিকেনি৷ এ ছাড়াও বাণী কপূরের বিপরীতে রণবীরকে দেখা যাবে ‘শমসেরা’ ছবিতে৷ পুষ্পা তারকা রশ্মিকার সঙ্গে তিনি অভিনয় করবেন ‘অ্যানিমাল’-এ৷ অন্যদিকে, আলিয়া এ মুহূর্তে অভিনয় করছেন ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে৷ এ ছবিতে তাঁর বিপরীতে আছেন রণবীর সিং৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published:

  Tags: Alia Bhatt, Ranveer kapoor

  পরবর্তী খবর