Ranjit Mallick: বড় পর্দায় ফের ‘বেল্টম্যান’ রঞ্জিত মল্লিক, চার দশক পর কামব্যাক ‘শত্রু’-র শুভঙ্কর সান্যালের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চের দিন রঞ্জিত মল্লিক জানান, পরিচালকের ইচ্ছেতেই এই চরিত্রে ফের এতদিন বাদে ফিরে আসতে রাজি হয়েছিলেন তিনি ৷
কলকাতা: ঠিক ৩৮টা বছর পর ৷ শুভঙ্কর সান্যালের কামব্যাক ৷ পর্দায় এবার একজন সত্যবাদী নিষ্ঠাবান আইনজীবীর চরিত্রে দেখা যাবে রঞ্জিত মল্লিককে (Ranjit Mallick) ৷ অন্যায়ের বিরুদ্ধে তিনি কোনওদিন আপোস করেন না ৷ বরাবর সততার প্রতীক হিসাবেই পর্দায় ধরা দিয়েছেন তিনি। এবারও তার অন্যথা হচ্ছে না ৷ চার দশক পরে ফের বড় পর্দায় ফিরছেন ‘শত্রু’ ছবির শুভঙ্কর সান্যাল ৷ অন্যায়ের বিরুদ্ধে সুর চড়াতে এবার দেখা যাবে রঞ্জিত মল্লিককে একজন আইনজীবীর ভূমিকায় ৷ ছবির নাম ‘অপরাজেয়’ ৷ সদ্য প্রকাশ্যে এসেছে সিনেমার ট্রেলার ৷
ছবিতে রঞ্জিত মল্লিকের সঙ্গে রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, লাবনি সরকার, সুমিত গঙ্গোপাধ্যায়, মৃণাল মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায়, গোপাল তালুকদার প্রমুখ। ছবির ট্রেলারেই নিষ্ঠাবান আইনজীবী শুভঙ্কর সান্যালের জীবনের ঝলক পেয়েছে দর্শক।

advertisement
আরও পড়ুন-ইলেকট্রিক প্লাগের তৃতীয় পিনটা কেন থাকে ভেবেছেন কখনও? ওটাই কিন্তু আসল, কারণ জানলে অবাক হবেন
advertisement
শ্যাম দাগার কাহিনি ও প্রযোজনায় মোজোটেল এন্টারটেনমেন্ট ও দিব্যা ফিল্মসের ছবিটি মুক্তি পাবে পুজোর আগেই। নেহাল দত্তর পরিচালনায় পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক। চল্লিশ বছর আগে ‘শত্রু’ ছবিতে শুভঙ্কর সান্যাল নামে এক সৎ পুলিশ আধিকারিকের ভূমিকায় দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিককে। ওই ছবির স্মৃতিই এখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন পরিচালক।
advertisement
সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চের দিন রঞ্জিত মল্লিক জানান, পরিচালকের ইচ্ছেতেই এই চরিত্রে ফের এতদিন বাদে ফিরে আসতে রাজি হয়েছিলেন তিনি ৷ কারণ এই চরিত্রের উপরে বেশ দুর্বলতাও আছে তাঁর ৷ এখানে একজন সৎ নিষ্ঠাবান উকিলের চরিত্রে অভিনয় করেছেন তিনি ৷ অন্যায়ের বিরুদ্ধে বরাবরই গর্জে উঠেছেন শুভঙ্কর সান্যাল ৷ রঞ্জিত মল্লিকের কথায়, দেশের বিচারব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা আছে তাঁর ৷ লড়াই করলে সত্যের জয় হবেই ৷ তা সে পথ যতোই কঠিন হোক না কেন ৷ এই ধরণের ছবি আরও বেশি তৈরি হওয়াই উচিৎ ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2022 12:23 PM IST