কন্যা সন্তানের জন্ম দিলেন রানি

মা হলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ৷ সোমবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন রানি ৷ আদিত্য ও রানির নামে সঙ্গে মিল রেখে মেয়ের নাম রাখলেন আদিয়া ৷

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: মা হলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ৷ সোমবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন রানি ৷ আদিত্য ও রানির নামে সঙ্গে মিল রেখে মেয়ের নাম রাখলেন আদিরা ৷ টুইটারে প্রথম খবরটি দেন উদয় চোপড়া। তিনি লিখেছেন, ‘ইটস আ গার্ল।’ পরে চোপড়া ম্যানসনের পুত্রবধূ তাঁর সব অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে এই সুসংবাদটি ঘোষণা করেন ৷ “ভগবানের সবচেয়ে বড় উপহার” বলে আদিরাকে বর্ণনা করেছেন তিনি। টুইট করে আদিত্য ও রানিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বিভিন্ন তারকারা ৷

    First published:

    Tags: Aditya Chopra, Rani Mukherjee