কলকাতা সফর মানেই ছোটবেলার কত স্মৃতি! KIFF উদ্বোধনের আগে স্মৃতিচারণায় রানি

Last Updated:

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এ বারে চলচ্চিত্র উৎসবের বিশাল আয়োজনে উদ্বোধন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এই উৎসব উদ্বোধন করবেন রানি। সঙ্গে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহার মতো তাবড় তাবড় তারকা।

#কলকাতা: অভিনয় জগতে ২৫ বছর। অগুন্তি ছবি, উচ্চমানের অভিনয় উপহার দিয়েছেন তিনি এই বিনোদন জগতকে। আর তাই তাঁর পেশাজীবনের উদযাপন হবে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তিনি রানি মুখোপাধ্যায়। আরব সাগরের তীরে দাপিয়ে বেড়াচ্ছেন এই বাঙালিনী।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এ বারে চলচ্চিত্র উৎসবের বিশাল আয়োজনে উদ্বোধন। সেখানেই থাকার কথা রানির। সঙ্গে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহার মতো তাবড় তাবড় তারকা।
advertisement
বাংলার মাটিতে ফেরা নিয়ে তাই রানি উৎফুল্ল। নিজের শহরে পুরস্কার গ্রহণ করতে কেমন লাগছে তাঁর?
advertisement
রানির কথায়, ''কলকাতা সফর মানেই ছোটবেলার কত কত স্মৃতি মনে ভিড় করা। ছোট থেকে সিনেমার প্রতি যে ভালবাসা তৈরি হয়েছে, তাও তো এই কলকাতা থেকেই। সেগুলির কথা মনে পড়ে যায়। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চিরকালই সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের মতো পরিচালকদের স্মরণ করেছে। শুধু কিংবদন্তি পরিচালকদের নয়, এই উৎসবে জয়গান গাওয়া হয়েছে কিংবদন্তি টেকনিশিয়ানদেরও। এবার তারা আমার পেশাজীবনকে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমি আপ্লুত। গর্বের মুহূর্ত আমার কাছে। বাংলার, ভারতের এবং বিশ্বের বিনোদন জগতের সেরাদের পাশে দাঁড়িয়ে এই পুরস্কার গ্রহণ করব, এ তো আমার কাছে অত্যন্ত সম্মানের।''
advertisement
বৃহস্পতিবার সকালে রানি বিজনেস ক্লাসের টিকিট না পাওয়ায় কিং খানের চার্টার্ড ফ্লাইটে এসেছেন। দু’জন থাকছেনও শহরের একই পাঁচতারা হোটেলে। তবে ফেরার পথে রানি মুখোপাধ্যায় একাই ফিরছেন ১৫ তারিখ, রাত ৮.৪০-এ এক প্রাইভেট এয়ারওয়েজে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কলকাতা সফর মানেই ছোটবেলার কত স্মৃতি! KIFF উদ্বোধনের আগে স্মৃতিচারণায় রানি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement