Home /News /entertainment /
অস্কারের দৌড়ে বাদ পড়ল ‘গলি বয়’

অস্কারের দৌড়ে বাদ পড়ল ‘গলি বয়’

অস্কারের দৌড় থেকে বাদ পড়ল রণবীর সিং ও আলিয়া ভাটের ছবি ‘গলি বয়’ ৷

 • Share this:

  #মুম্বই: অস্কারের দৌড় থেকে বাদ পড়ল রণবীর সিং ও আলিয়া ভাটের ছবি ‘গলি বয়’ ৷ জোয়া আখতারের এই ছবি ভারতীয় বক্স অফিসে কামাল করলেও, অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ৷

  এই ছবিতে দুরন্ত অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা কুড়িয়ে ছিলেন রণবীর সিং ৷ প্রশংসা পেয়েছিলেন আলিয়া ভাটও ৷ তবে অস্কার থেকে ছিটকে যাওয়া স্বাভাবিকভাবেই দুঃখ পেয়েছেন ছবির টিম৷

  তবে ‘গলি বয়’-এর অস্কার থেকে ছিটকে যাওয়ার ঘটনায় খুশি হয়েছেন কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি ৷ সম্প্রতি তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘দেশের পুরস্কার পাওয়া সহজ ৷ কিন্তু অস্কারে তো আর তেল দেওয়া চলে না !’

  এমনকী, আলিয়া ভাটের একটি ভিডিও আপলোড করেও, আলিয়ার অভিনয়ের সমালোচনা করেছেন রঙ্গোলি !

  Published by:Akash Misra
  First published:

  Tags: Bollywood, Gully boy

  পরবর্তী খবর