Randeep Hooda Wife Lin Laishram: রণদীপের নববধূ লিন লাইশরাম, করিনার সঙ্গে পাল্লা দেওয়া অভিনেত্রীকে চিনতে পারলেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Randeep Hooda Wife Lin Laishram: লিনকে আপনি চিনতে পারলেন? কী করেন রণদীপের স্ত্রী লিন? জানলে চমকে যাবেন।
ইম্ফল: টলিউড থেকে বলিউড একের পর এক তারকার বিয়ে। ২৯ নভেম্বর মণিপুরের মেয়ে লিন লাইশরামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা রণদীপ হুডা। বার বার বাঙালি অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছে রণদীপের। কখনও সুস্মিতা সেন, কখনও আবার নন্দনা সেনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে। অবশেষে ৪৭-এর রণদীপের স্ত্রী হলেন লিন লাইশরাম।
লিনকে আপনি চিনতে পারলেন? কী করেন রণদীপের স্ত্রী লিন? রণদীপ বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা। লিন প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন শাহরুখ খানের ছবি দিয়ে। ‘ওম শান্তি ওম’ ছবিতে একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি সুজয় ঘোষ পরিচালিত করিনা কাপুর, জয়দীপ আহলাওয়াত ও বিজয় ভার্মার জানে জান ছবিতে দেখা গিয়েছে। প্রেমার চরিত্রে অভিনয় করেছেন লিন।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: আন্ডারওয়ার্ল্ড যোগ-জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা-IPL ম্যাচে হাতাহাতি! প্রীতির জীবনের এই ঘটনা জানলে শিউরে উঠবেন
অভিনয়ের পাশাপাশি, একটি জুয়েলারি ব্র্যান্ডেরও প্রতিষ্ঠাতা এই লিন। সেই ব্র্যান্ডের নাম শামু সানা। মণিপুরে জন্মের পর মুম্বইতে চলে এসেছিলেন লিন। মুম্বই বিশ্ববিদ্যালয়ের সোফি কলেজ থেকে স্নাতক করেন। এরপর নিউ ইয়র্কে অভিনয় শিক্ষার কাজে যান তিনি। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মেরি কম ছবিতেও কাজ করেছিলেন লিন। বুধবার সেই লিনের সঙ্গেই বিয়ে হল রণদীপ হুডার।
advertisement
advertisement
সাবেকি মেইতেই রীতি মেনে চার হাত এক হয় রণবীর ও লিনের। রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নেন অভিনেতা। সাদা ধুতী ও কুর্তা পরে বিয়ের আসরে পৌঁছন বর, রণদীপ হুডা। মাথায় ছিল ঐতিহ্যবাহী সাদা ও সোনালি পাগড়ি এবং কাঁধে ছিল সাদা উত্তরীয়। একেবারে সাবেকি মণিপুরি কনের বেশে সোনার গয়নায় মুড়ে অপরূপ সুন্দর দেখাচ্ছিল লিন লাইশরামকে। বিয়ের আগের ও বিয়ের সময়ের একাধিক ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 30, 2023 3:20 PM IST