মুম্বই : সরবজিৎ সিংয়ের বোন দলবীর কৌরের শেষকৃত্যে অংশ নিলেন অভিনেতা রণদীপ হুডা ৷ ‘সরবজিৎ’ ছবির শ্যুটিঙে তিনি কথা দিয়েছিলেন দলবীরকে ৷ প্রতিশ্রুতি পালন করতে ব্যস্ত সূচি থেকে সময় বার করতে কার্পণ্য করলেন না তারকা ৷
অমৃতসরের কাছে ভিকিউইন্ডে রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন দলবীর৷ তাঁর সঙ্গে রণদীপের আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছিল ‘সরবজিৎ’ ছবির শ্যুটিঙের সময় ৷ প্রবীণা রণদীপকে বলেছিলেন তিনি ভাইকে খুঁজে পান তাঁর মধ্যে ৷ অনুরোধ করেছিলেন অন্ত্যেষ্টির সময় রণদীপ যেন তাঁকে ‘কন্ধা’ দেন ৷ অর্থাৎ দলবীরের মরদেহ যেন কাঁধে করে শেষকৃত্যের জন্য বহন করে নিয়ে যান রণদীপ ৷ প্রসঙ্গত ‘সরবজিৎ’ ছবিতে রণদীপ অভিনয় করেছিলেন কেন্দ্রীয় চরিত্র ‘সরবজিৎ সিং’-এর ভূমিকায় ৷ বাস্তবে সরবজিৎকে ভারতের হয়ে পাকিস্তানের মাটিতে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট৷ এই অভিযোগ বরাবর অস্বীকার করেছে তাঁর পরিবার তথা ভারত ৷ প্রাণদণ্ড কার্যকর হওয়ার আগে ২০১৩ সালের এপ্রিল মাসে লাহৌরের সেন্ট্রাল জেল বা কোট লখপত জেলে অন্য কয়েদিদের আক্রমণে গুরুতর আহত হন তিনি ৷ কয়েক দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর ২ মে লাহৌরের জিন্না হাসপাতালে প্রয়াত হন ৪৯ বছর বয়সি সরবজিৎ৷
আরও পড়ুন : বন্ধ নাক, গলাব্যথার সমস্যায় ব্যবহার করুন এই সহজ টোটকা, আরাম পাবেনই
২০১৬ সালে মুক্তি পায় তাঁর জীবননির্ভর ছবি ‘সরবজিৎ’৷ রণদীপের পাশাপাশি দলবীরের ভূমিকায় অভিনয় করেছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন ৷ এই ছবির শ্যুটিঙে হৃদ্যতা হয় রণদীপ ও দলবীরের৷ তাঁর মৃত্যুতে শোকাহত নায়ক ইনস্টাগ্রামে লিখেছেন ‘‘শেষ বার যখন কথা হয়েছিল তিনি আমাকে অবশ্যই তাঁর বাড়িতে যেতে বলেছিলেন ৷ কিন্তু অবশেষে আমি যখন গেলাম, তখন তিনি আর নেই৷ দুঃস্বপ্নেও ভাবিনি দলবীরজী এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন ৷’’ দলবীরকে একজন যোদ্ধা, আবার শিশুর মতো নিষ্পাপ বলে বর্ণণা করেছেন রণদীপ ৷ তিনি যা করেছেন সব কিছুর প্রতি একনিষ্ঠ ছিলেন বলেও মন্তব্য অভিনেতার ৷
আরও পড়ুন : একটা আম ১৫০০ টাকা! নবাবি মুর্শিদাবাদে কোহিতুর নাকি খাওয়া হত সোনার টুথপিকে গেঁথে
View this post on Instagram
আরও পড়ুন : বোতল ধরে অবাক জলপান! একরত্তি কাঠবিড়ালির তৃষ্ণা নিবারণ করে ভাইরাল জনৈক পশুপ্রেমী
দলবীরের স্নেহ ও ভালবাসা পেয়ে তিনি ধন্য বলে জানান রণদীপ ৷ জীবনেও তাঁর পাঠানো রাখীর কথা ভুলবেন না৷ শেষ বার পঞ্জাবে শ্যুটিং করার সময়েই দলবীরের সঙ্গে দেখা হয়েছিল রণদীপের ৷ শেষ নভেন্বরের হাড় কাঁপানো ঠান্ডা ও কুয়াশার রাত উপেক্ষা করে ভ্রাতৃসম অভিনেতার সঙ্গে দেখা করতে এসেছিলেন দলবীর ৷ তিনি সব সময় কথার শেষে বলতেন ‘খুশ রহো, যুগযুগ জীয়ো’৷ সেই শব্দগুলি যেন রণদীপের কানে ভাসছে এখন ৷ দলবীরের কথা তাঁর খুব মনে পড়বে ৷ তাঁর ভালবাসা ও আশীর্বাদকে সম্পদ বলে মনে করবেন৷ স্মৃতিচারণায় লিখেছেন অভিনেতা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Randeep Hooda, Sarbjit, Sarbjit Singh