Randeep Hooda Keeps His Promise : কথা রাখলেন রণদীপ, অংশ নিলেন সরবজিৎ সিংয়ের বোন দলবীর কৌরের শেষকৃত্যে

Last Updated:

Randeep Hooda Keeps His Promise : প্রতিশ্রুতি পালন করতে ব্যস্ত সূচি থেকে সময় বার করতে কার্পণ্য করলেন না তারকা

রণদীপের আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছিল ‘সরবজিৎ’ ছবির শ্যুটিঙের সময়
রণদীপের আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছিল ‘সরবজিৎ’ ছবির শ্যুটিঙের সময়
মুম্বই : সরবজিৎ সিংয়ের বোন দলবীর কৌরের শেষকৃত্যে অংশ নিলেন অভিনেতা রণদীপ হুডা ৷ ‘সরবজিৎ’ ছবির শ্যুটিঙে তিনি কথা দিয়েছিলেন দলবীরকে ৷ প্রতিশ্রুতি পালন করতে ব্যস্ত সূচি থেকে সময় বার করতে কার্পণ্য করলেন না তারকা ৷
অমৃতসরের কাছে ভিকিউইন্ডে রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন দলবীর৷ তাঁর সঙ্গে রণদীপের আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছিল ‘সরবজিৎ’ ছবির শ্যুটিঙের সময় ৷ প্রবীণা রণদীপকে বলেছিলেন তিনি ভাইকে খুঁজে পান তাঁর মধ্যে ৷ অনুরোধ করেছিলেন অন্ত্যেষ্টির সময় রণদীপ যেন তাঁকে ‘কন্ধা’ দেন ৷ অর্থাৎ দলবীরের মরদেহ যেন কাঁধে করে শেষকৃত্যের জন্য বহন করে নিয়ে যান রণদীপ ৷ প্রসঙ্গত ‘সরবজিৎ’ ছবিতে রণদীপ অভিনয় করেছিলেন কেন্দ্রীয় চরিত্র ‘সরবজিৎ সিং’-এর ভূমিকায় ৷ বাস্তবে সরবজিৎকে ভারতের হয়ে পাকিস্তানের মাটিতে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট৷ এই অভিযোগ বরাবর অস্বীকার করেছে তাঁর পরিবার তথা ভারত ৷ প্রাণদণ্ড কার্যকর হওয়ার আগে ২০১৩ সালের এপ্রিল মাসে লাহৌরের সেন্ট্রাল জেল বা কোট লখপত জেলে অন্য কয়েদিদের আক্রমণে গুরুতর আহত হন তিনি ৷ কয়েক দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর ২ মে লাহৌরের জিন্না হাসপাতালে প্রয়াত হন ৪৯ বছর বয়সি সরবজিৎ৷
advertisement
আরও পড়ুন :  বন্ধ নাক, গলাব্যথার সমস্যায় ব্যবহার করুন এই সহজ টোটকা, আরাম পাবেনই
২০১৬ সালে মুক্তি পায় তাঁর জীবননির্ভর ছবি ‘সরবজিৎ’৷ রণদীপের পাশাপাশি দলবীরের ভূমিকায় অভিনয় করেছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন ৷ এই ছবির শ্যুটিঙে হৃদ্যতা হয় রণদীপ ও দলবীরের৷ তাঁর মৃত্যুতে শোকাহত নায়ক ইনস্টাগ্রামে লিখেছেন ‘‘শেষ বার যখন কথা হয়েছিল তিনি আমাকে অবশ্যই তাঁর বাড়িতে যেতে বলেছিলেন ৷ কিন্তু অবশেষে আমি যখন গেলাম, তখন তিনি আর নেই৷ দুঃস্বপ্নেও ভাবিনি দলবীরজী এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন ৷’’ দলবীরকে একজন যোদ্ধা, আবার শিশুর মতো নিষ্পাপ বলে বর্ণণা করেছেন রণদীপ ৷ তিনি যা করেছেন সব কিছুর প্রতি একনিষ্ঠ ছিলেন বলেও মন্তব্য অভিনেতার ৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : বোতল ধরে অবাক জলপান! একরত্তি কাঠবিড়ালির তৃষ্ণা নিবারণ করে ভাইরাল জনৈক পশুপ্রেমী
দলবীরের স্নেহ ও ভালবাসা পেয়ে তিনি ধন্য বলে জানান রণদীপ ৷ জীবনেও তাঁর পাঠানো রাখীর কথা ভুলবেন না৷ শেষ বার পঞ্জাবে শ্যুটিং করার সময়েই দলবীরের সঙ্গে দেখা হয়েছিল রণদীপের ৷ শেষ নভেন্বরের হাড় কাঁপানো ঠান্ডা ও কুয়াশার রাত উপেক্ষা করে ভ্রাতৃসম অভিনেতার সঙ্গে দেখা করতে এসেছিলেন দলবীর ৷ তিনি সব সময় কথার শেষে বলতেন ‘খুশ রহো, যুগযুগ জীয়ো’৷ সেই শব্দগুলি যেন রণদীপের কানে ভাসছে এখন ৷ দলবীরের কথা তাঁর খুব মনে পড়বে ৷ তাঁর ভালবাসা ও আশীর্বাদকে সম্পদ বলে মনে করবেন৷ স্মৃতিচারণায় লিখেছেন অভিনেতা ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Randeep Hooda Keeps His Promise : কথা রাখলেন রণদীপ, অংশ নিলেন সরবজিৎ সিংয়ের বোন দলবীর কৌরের শেষকৃত্যে
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement