Nasal Congestion : ঠান্ডা লেগে বন্ধ নাক, গলাব্যথার সমস্যায় ব্যবহার করুন এই সহজ ঘরোয়া টোটকা, আরাম পাবেনই

Last Updated:

Nasal Congestion : সমস্যা যতই অস্বস্তর হোক না কেন, রয়েছে একাধিক ঘরোয়া টোটকাও ৷ যা খুব সহজেই তৈরি করে ফেলা যায় হাতের কাছে থাকা উপকরণে ৷

বর্ষার শারীরিক সমস্যাগুলির মধ্যে সবথেকে চেনা হল ঠান্ডায় নাক বন্ধ হয়ে যাওয়া ৷ সর্দিতে যার নাক বন্ধ হয়ে থাকে, তিনি-ই জানেন এই সংস্যার কী ভয়ানক অস্বস্তি ! সমস্যা যতই অস্বস্তর হোক না কেন, রয়েছে একাধিক ঘরোয়া টোটকাও ৷ যা খুব সহজেই তৈরি করে ফেলা যায় হাতের কাছে থাকা উপকরণে ৷
আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাস্বর খোঁজ দিয়েছেন এমনই এক আয়ুর্বেদিক ক্বাত্থের ৷ জানিয়েছেন এর ফলে গলাব্যথা ও বন্ধ নাকের সমস্যা থেকে সহজেই রেহাই পাওয়া যায় ৷ তাঁর স্বামীর জন্য এই ক্বাত্থ তৈরি করেছেন বলেও জানান দীক্ষা ৷ লিখেছেন ‘‘স্বামীর জন্য এই ক্বাত্থ তৈরি করেছি ৷ কারণ ওঁর কিছুটা গলাব্যথা ও বন্ধ নাকের সমস্যা আছে ৷ এখনও অবধি সর্দি লাগেনি ৷ যাতে সর্দি না হয় উনি এই ক্বাত্থ সেবন শুরু করেছেন৷’’ দীক্ষার কথায় এই ক্বাত্থের সুবিধে অনেক ৷ সেবন করা যায় তিন ভাবে ৷ এর ভাপ নেওয়া যায়৷ পান করা যায় এবং গার্গল করা যায়৷
advertisement
আরও পড়ুন : বর্ষায় বাড়ে গোপনাঙ্গের সংক্রমণ, কীভাবে যত্ন নেবেন মহিলারা?
দীক্ষার কথায় এই আয়ুর্বেদিক ক্বাত্থ জাদুর মতো কাজ করে ৷ সমস্যা থেকে রেহাই পাওয়া যায় চটজলদি ৷ তাঁর কথায়, ‘‘যদি আপনার কোনও প্রিয়জন সর্দিকাশি বা হাঁচির মতো সমস্যায় পড়েন, হয়তো কোথাও বেড়াতে যাওয়ার জন্য বা অত্যধিক ঠান্ডা পানীয় ও আইসক্রিম খেয়ে ঠান্ডা লেগে যায়, তা হলে এই ক্বাত্থ তাঁকে দিন ৷ আমি কথা দিচ্ছি-আপনি নিরাশ হবেন না ৷’’
advertisement
advertisement
advertisement
উপকরণ-
২ গ্লাস জল
কিছু পুদিনা পাতা
১ চামচ জোয়ানের দানা
হাফ চামচ মেথিদানা
হাফ চামচ হলুদ
প্রণালী
সব উপকরণ জলে ভাল করে মিশিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট ফোটান ৷ জলের রং বদলাতে শুরু করলে বুঝবেন আপনার ক্বাত্থ তৈরি ৷ এ বার ওটা পরিবেশন করুন গরম গরম ৷ সকালে খালি পেটে বা খাওয়ার ১ ঘণ্টা পর এটি খান ৷ স্টিম ইনহেলেশনও করতে পারেন ৷ সারা দিনে অন্ত তিন বার এই ক্বাত্থ দিয়ে গার্গল করুন ৷
advertisement
তবে সমস্যা বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন৷ ঘরোয়া টোটকার উপকরণগুলি নিয়ে সমস্যা থাকলেও বিশেষজ্ঞের মতামত নেওয়া প্রয়োজন
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nasal Congestion : ঠান্ডা লেগে বন্ধ নাক, গলাব্যথার সমস্যায় ব্যবহার করুন এই সহজ ঘরোয়া টোটকা, আরাম পাবেনই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement