Alia Bhat-Ranbir Kapoor: আলিয়ার রঙে নিজেকে রাঙালেন রণবীর কাপুর ! 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র ট্রেলার দেখেই ভোল বদল রণবীরের ! ভাইরাল ভিডিও

Last Updated:

Alia Bhat-Ranbir Kapoor: একী হল রণবীর কাপুরের ! হুবহু আলিয়া হয়ে গেলেন তিনি! ভাইরাল ভিডিওতে মন জয় বলিউডের

photo source collected
photo source collected
#মুম্বই: 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) ছবির ট্রেলার লঞ্চেই বাজিমাত করলেন আলিয়া ভাট (Alia Bhat)। গত কাল অর্থাৎ ৩রা ফেব্রুয়ারি থেকেই এই ছবির জন্য প্রচার শুরু করেছেন আলিয়া ভাট, অজয় দেবগন ও সঞ্জয়লীলা বনশালি। মুম্বইয়ে তাঁরা ধরা পড়েছেন এক ফ্রেমে। অন্যদিকে আলিয়ার জন্য প্রচারে এসেছেন রণবীর কাপুরও (Ranbir Kapoor) ।
টিনসেলে রণবীর(Ranbir Kapoor) ও আলিয়ার প্রেম সকলের জানা। সিনেমায় কাজ শুরুর আগে থেকেই রণবীর কাপুরকে পছন্দ করতেন আলিয়া। কিন্তু সে কথা নায়ককে জানান অনেক পড়ে। আলিয়ার জীবনে কেউ না এলেও ততদিনে রণবীরের জীবনে কিন্তু এসেছে অনেক প্রেম। দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা সকলের সঙ্গেই প্রেম করেছেন, এবং ভেঙেছেন রণবীর। কিছুতেই যেন থিতু হচ্ছিলেন না তিনি।
advertisement
তবে বয়সে অনেকটা ছোট আলিয়া তাঁর জীবনে আসতেই বদলে যায় সব কিছু। আলিয়ার রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছেন রণবীর কাপুর(Ranbir Kapoor)। ২০২১-এর ডিসেম্বরে তাঁদের বিয়ের কথা হয়েছিল একবার। কিন্তু সে বিষয় এখন চাপা পড়ে রয়েছে। তবে বিয়ে না হলেও আলিয়াকে ছাড়া চলে না রণবীরের। আজ আলিয়া অভিনীত ছবি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র ট্রেলার দেখে রণবীর রীতিমতো অবাক হয়েছেন।
advertisement
advertisement
মুম্বইতে তাঁকে পেয়েই জানতে চান পাপারাৎজিরা কেমন হল ট্রেলার? রণবীর মুখে কিছুই বললেন না। গাঙ্গুবাই ওরফে আলিয়ার মতো করে পিছন ফিরে মাথার ওপর হাত তুলে প্রণাম করে জানালেন তাঁর কেমন লাগল। যা দেখে মুগ্ধ সকলে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। রণবীর যেন হয়ে উঠেছেন একেবারে আলিয়ার মতোই।
advertisement
View this post on Instagram

A post shared by Gangubai (@aliaabhatt)

advertisement
প্রসঙ্গত, গাঙ্গুবাই (Gangubai Kathiawadi) ছিলেন গুজরাতের বাসিন্দা। কিন্তু ছোটবেলা থেকে তাঁর স্বপ্ন ছিল, তিনি বলিউডের অভিনেত্রী হবেন। সেই স্বপ্ন নিয়েই কার্যত এক কাপড়ে স্বামীর সঙ্গে তিনি বেরিয়ে এসেছিলেন বাড়ি থেকে। এসে আশ্রয় নিয়েছিলেন মুম্বইয়ে। এস হুসেন জাইদির মাফিয়া কুইনস অফ মুম্বইয়ে এই বিষয়ে বিস্তারিত লেখা আছে। সেখানেই তিনি নতুন করে ঘর বাঁধার, সংসার করার স্বপ্ন দেখতে শুরু করেন।
advertisement
কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। উল্টে তাঁকে যৌনপল্লীতে বিক্রি করে দিয়েছিল তাঁর স্বামী। আর সেখানেই তাঁকে ধর্ষণ করে তৎকালীন সময়ের বিখ্যাত গ্যাং করিম লালার গুণ্ডারা। সব সহ্য করেও শেষে ওই করিম লালার কাছেই আশ্রয় নেন গাঙ্গুবাই (Gangubai Kathiawadi)। সটান রাখি বাঁধের করিমের হাতে। তাতেই ভাইবোনের সম্পর্ক তৈরি হয় করিমের সঙ্গে। ভাল বেসে কমির তখন কামাত্থিপুরা এলাকার দায়িত্ব দিয়ে দেন গাঙ্গুবাইকে।
advertisement
সেখান থেকে সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। তৈরি হয়ে তাঁর কোঠা। সেখানে দেহপোজীবীদের নিয়ে কাজ করতে শুরু করেন তিনি। শোনা যায়, তাঁর কোঠায় ইচ্ছার বিরুদ্ধে কোনও মহিলাকে আটকে রাখা হত না। সারা জীবনে তিনি যোগাযোগ তৈরি করেন মুম্বইয়ের কুখ্যাততম অপরাধী, ডনদের সঙ্গে। ক্রমে হয়ে ওঠেন সর্বশক্তিমান। এই ছবিতে আলিয়া এই চরিত্রটিকেই দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। এখন অপেক্ষা শুধু ছবি মুক্তির।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhat-Ranbir Kapoor: আলিয়ার রঙে নিজেকে রাঙালেন রণবীর কাপুর ! 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র ট্রেলার দেখেই ভোল বদল রণবীরের ! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement