Alokananda Guha-Monojit Majumder: টলিপাড়ায় বিয়ের মরশুম ! অলকানন্দা ও মনোজিত সেরে নিলেন আইনি বিয়ে
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Alokananda Guha-Monojit Majumder: আইবুড়ো ভাত খাওয়া থেকে আইনি বিয়ের ভিডিও এল প্রকাশ্যে। পরিচালক মনোজিতের সঙ্গেই বিয়ের পিঁড়িতে অলকানন্দা গুহ।
#কলকাতা: অলকানন্দা গুহ (Alokananda Guha-Monojit Majumder)। টলিউডের বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ। 'মহাপীঠ তারাপীঠ' 'ইরাবতীর চুপকথা'-র মতো অনেক ধারাবাহিকেই তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। সম্প্রতি এই নায়িকার বিয়ে নিয়ে চলছিল নানা জল্পনা। তবে এবার আইনি বিয়ে সেরে ফেললেন অলকানন্দা ও মনোজিত মজুমদার।
'ইরাবতীর চুপকথা' ধারাবহিকের পরিচালক ছিলেন মনোজিত(Alokananda Guha-Monojit Majumder)। আর সেখানেই অলকানন্দা অভিনয় করতে আসেন। নায়িকাকে দেখা মাত্রই ভালবেসে ফেলেন মনোজিত। কিন্তু মনের কথা কিছুতেই বলতে পারছিলেন না। অবশেষে নায়িকাকে তাঁর সঙ্গে বাইরে দেখা করতে বলেন। এবং ডেটে গিয়ে মনোজিত বলেন, "আমি মাংস খাই না, আমার মা মাংস খায়। তুমি যদি আমায় বিয়ে কর, তবে মা মাংস খাওয়ার সঙ্গী পাবেন।" এভাবেই মনের কথা জানান তিনি। কিন্তু সে কথায় কাজ হয়নি। বাড়িতে সব বলে দেন অলকানন্দা।
advertisement
advertisement
advertisement
তবে মনোজিতে মন আটকে যায় তাঁরও। ব্যস এখান থেকেই শুরু প্রেম। সম্মতি ছিল দুই পরিবারেরই। গত বছর নায়িকা জানিয়েছিলেন এ বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি(Alokananda Guha-Monojit Majumder)। ঠিক সেই মতোই ৩রা ফেব্রুয়ারি আংটি বদল ও আইনি বিয়ে সেরে ফেললেন তাঁরা। সামনেই তাঁদের সামাজিক বিয়ে। তাঁর আগে এখন চলছে আইবুড়ো ভাত খাওয়া।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় মনোজিতের সঙ্গে তাঁর আইনি বিয়ের ছবি ভিডিও শেয়ার করেছেন অলকানন্দা। টলিউডের বহু তারকাই উপস্থিত ছিলেন তাঁদের বিয়েতে। মনামী ঘোষকেও আসতে দেখা যায় বিয়েতে। ইনস্টাগ্রামে মনামীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন অলকানন্দা(Alokananda Guha-Monojit Majumder)।
advertisement
গোটা টলিউডের(Alokananda Guha-Monojit Majumder) অনেকেই এই দিন বিয়েতে উপস্থিত ছিলেন। এবার তোরজোর শুরু হয়েছে সামাজিক বিয়ের। মনোজিত ও অলকানন্দার সম্পর্কে প্রেম ও ছেলেমানুষী ভরে রয়েছে। মাঝে মধ্যেই নিজেদের ভালবাসার ছবি শেয়ার করে তা প্রমাণ করেছেন দু'জনে। এই মুহূর্তে হাতে বেশ অনেকগুলিই কাজ রয়েছে অলকানন্দার। বিয়ের পর দু'জনে মিলে এক সঙ্গেই যোগ দেবেন কাজে। আইনি বিয়েতে টলিউডের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে অলকানন্দা ও মনোজিতের জীবন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 04, 2022 11:03 PM IST