Ranbir-Alia-Neetu: বিয়ের পর ছেলে আমার বদলে গিয়েছে, রালিয়ার বিয়ের ২ মাসের মধ্যেই এমন মন্তব্য় নীতুর?
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Ranbir-Alia: বিয়ের আগের দিন মেহেন্দি অনুষ্ঠানেও পাপারাৎজিদের সঙ্গে কথা বলার সময়ে নীতু বলেছিলেন, 'আলিয়া ভীষণ মিষ্টি একটা মেয়ে।''
#মুম্বই: বৈশাখী লগ্নে সাতপাক ঘুরেছিলেন তাঁরা। তার পরে দু'মাস পেরিয়ে গেল, মধুচন্দ্রিমা সারা হল না তাঁদের। একসঙ্গে দম্পতির ছবিও বিশেষ ধরা পড়ে না। বেশির ভাগ সময়ে দু'জন আলাদা দুই শহরে? কী হল তারকাদম্পতি রণবীর কপূর এবং আলিয়া ভাটের? এমনই সময়ে কনের শাশুড়ি বলে উঠলেন, "ছেলে আমার বিয়ের পর বদলে গিয়েছে।"
পারিবারিক বিবাদের ইঙ্গিত নাকি?
না, ভাট-কপূরের বিয়ে এখনও মধুচন্দ্রিমার ধাপই পেরোয়নি। কাজের চাপে বিয়ের পরের দিনই আলাদা হয়ে গিয়েছিলেন তাঁরা। এখনও পর্যন্ত সময় পাননি ঘুরতে যাওয়ার। দিন কয়েক আগে রণবীর বলেছেন, "মনেই হচ্ছে না যে আমাদের বিয়ে হয়েছে। বিয়ে সেরেই দু'জনে কাযে বেরিয়ে গিয়েছি। যখনই সময় পাব, টুক করে হানিমুন চলে যাব আমরা।"
advertisement
advertisement
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের মা নীতু বললেন, "বিয়ের পর ছেলে আমার বদলে গিয়েছে। আমি খুব খুশি। আমি ছেলের মধ্যে পরিবর্তন লক্ষ করতে পারছি। আলিয়া সবাইকে প্রেমে ভরিয়ে দিয়েছে। ওদের একসঙ্গে খুব ভাল লাগে দেখতে। আলিয়া যে এই বাড়িতে এসেছে, তাতে আমি নিজেকে ভগ্যবান মনে করি। দুশ্চিন্তা ছিল, ছেলের বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না। কিন্তু এখন আর সেই চিন্তা নেই।"
advertisement
বিয়ের আগের দিন মেহেন্দি অনুষ্ঠানেও পাপারাৎজিদের সঙ্গে কথা বলার সময়ে নীতু বলেছিলেন, 'আলিয়া ভীষণ মিষ্টি একটা মেয়ে। এই পৃথিবীর সব থেকে ভাল মেয়ে।" সেই সঙ্গে গলা মেলান রণবীরের দিদি ঋদ্ধিমা কপূর সাহানিও। বলেন, "আলিয়ার মতো মিষ্টি মেয়ে হয় না। ও তো একটা ছোট্ট পুতুলের মতো।"
advertisement
পঞ্জাবি রীতি মেনে বিয়ে হয় রণবীর আর আলিয়ার। আসরে উপস্থিত ছিলেন কপূর ও ভাট পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা, করিনা কপূর খান, করিশ্মা কপূর, রণধীর কপূর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, অয়ন মুখোপাধ্যায়, করণ জোহর থেকে শুরু করে আরও অনেক তারকা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 18, 2022 10:43 AM IST