Ranbir Kapoor Alia Bhatt: আফ্রিকায় জঙ্গল সাফারি রণবীর কাপুর-আলিয়া ভাটের, ছবি ফাঁস নেটপাড়ায়! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
নতুন বছরকে স্বাগত জানাতে একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট (Ranbir Kapoor Alia Bhatt)।
#মুম্বই: সোমবার মুম্বই ফিরেছেন রণবীর কাপুর ও তাঁর প্রেমিকা অভিনেত্রী আলিয়া ভাট (Ranbir Kapoor Alia Bhatt)। মুম্বইয়ের বিমানবন্দরে একসঙ্গেই তাঁদের ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎজিরা। দুই তারকাই নিজেদের বেড়াতে যাওয়ার ডেস্টিনেশন নিয়ে কিছুই খোলসা করেননি (Ranbir Kapoor Alia Bhatt)। যদিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েেছ তাঁদের আফ্রিকায় ছুটি কাটানোর ছবি। নতুন বছরকে স্বাগত জানাতে একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট (Ranbir Kapoor Alia Bhatt)। আফ্রিকায় গিয়েছিলেন প্রায় ৭ দিন ছুটি কাটাতে।
আফ্রিকান জঙ্গল সাফারিতেও যোগ দিয়েছিলেন তাঁরা। সেখানকার এক লেখিকা লিসা ক্রিস্টোফারসেনের একটি ইনস্টাগ্রাম পোস্টে দেখা গিয়েছে রণবীর ও আলিয়াকে। আর সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও আলিয়া বা রণবীর কেউই সোশ্যাল মিডিয়ায় ছবির সঙ্গে ডেস্টিনেশন জানাননি। লিসার পোস্ট থেকেই জানা গিয়েছে, পূর্ব আফ্রিকায় বেড়াতে গিয়েছিলেন রণবীর-আলিয়া। লিসা নিজের লেখা বই উপহারও দিয়েছেন আলিয়া ও রণবীরকে।
advertisement
advertisement
advertisement
advertisement
২০২২-এর নিউ ইয়ার্স একেবারেই একান্তে, নিভৃতে কাটালেন দুই অভিনেতা। আলিয়া ভাটের ইনস্টাগ্রামেই মিলেছে তার ঝলক। কয়েকদিন আগেই মুম্বইয়ের বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল আলিয়া-রণবীরকে। তখনই বোঝা গিয়েছিল, বর্ষবর্ণ করতে মুম্বইয়ের বাইরে কোথাও যাচ্ছেন তাঁরা। নতুন বছরের প্রথম দিনে সে কথাও প্রমাণ হয়ে গিয়েছে। আলিয়া ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তাঁর ও রণবীরের ছবি। তবে জায়গার নাম কোথাও উল্লেখ করেননি। আলিয়া ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর ও রণবীরের একাধিক ছবি।
advertisement
আরও পড়ুন: শহর থেকে দূরে, একান্তে বর্ষবরণ রণবীর কাপুর-আলিয়া ভাটের! দেখুন
ডিজনির দ্য লায়ন কিংয়ের 'হাকুনা মাতাতা' গানের কথা উল্লেখ করে ছবি পোস্ট করেছেন নায়িকা। ক্যাপশনে আলিয়া লিখেছেন, '২০২২ কে হাকুনা মাতাতা এনার্জি দিচ্ছি। সাবধানে থাকুন... হাসুন... সাধারণ থাকুন ও বেশি করে ভালোবাসুন! হ্যাপি নিউ ইয়ার'। আলিয়ার ছবির কমেন্টবক্সে তাঁর মা, অভিনেত্রী সোনি রাজদান লিখেছেন, 'দারুণ কথা'। রণবীর কাপুরের মা নীতু কাপুর হৃদয়ের ইমোজি দিয়েছেন কমেন্টবক্সে। অর্জুন কাপুর লিখেছেন, 'নাদানপারিন্দেস'। কাজের দিক থেকেও এবার প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁদের। চলতি বছরেই মুক্তি রয়েছে তাঁদের ব্রহ্মাস্ত্র ছবির।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2022 2:01 PM IST