Katrina Kaif Vicky Kaushal: গাড়ির ভিতর ভিকি-ক্যাটরিনা, একে অপরকে জড়িয়ে ছাড়তেই চাইছেন না! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
নতুন বছরকে স্বাগত জানানোর জন্য খানিক সময় বের করে ছুটি কাটাতে গিয়েছেন ভিকি ও ক্যাটরিনা (Katrina Kaif Vicky Kaushal)।
#মুম্বই: সদ্য বিবাহিত তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (Katrina Kaif Vicky Kaushal)। বিয়ের কয়েকদিনের মধ্যে কাজে ফিরেছেন দুই অভিনেতা। তবে শত ব্যস্ততার মাঝেও নতুন বছরকে স্বাগত জানানোর জন্য খানিক সময় বের করে ছুটি কাটাতে গিয়েছেন ভিকি ও ক্যাটরিনা (Katrina Kaif Vicky Kaushal)। বিয়ের পর এটাই তো তাঁদের একসঙ্গে প্রথম ইংরেজি নিউ ইয়ার। শনিবার সন্ধ্যায় মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে দুই অভিনেতাকে। ক্যাটরিনা ভিকিকে নিয়ে বিমানবন্দরে এসেছিলেন তাঁকে ছাড়তে (Katrina Kaif Vicky Kaushal)। শ্যুটিংয়ের জন্যই মুম্বইয়ের বাইরে যাচ্ছেন ভিকি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেদিনের ভিডিওতে ধরা পড়েছে, কী ভাবে ক্যাটরিনা ও ভিকি একে অপরকে ছাড়তেই চাইছিলেন না। গাড়ির পিছনের সিটে বসেছিলেন ভিকি ও ক্যাট সুন্দরী। নেমে যাওয়ার আগে ক্যাটরিনাকে জড়িয়ে রেখে দিয়েছিলেন ভিকি। ক্যাটরিনাও যেন ভিকিকে ছাড়তেই চাইছিলেন না। নবদম্পতির এমন প্রেম দেখে অবশ্য দারুণ খুশি তাঁদের ভক্তরা। ঢোকার আগে ভিকি নিজে পাপারাৎজিদের জন্য পোজও দিয়েছিলেন কিছুক্ষণ। দু'জনের পোশাকের রংও এদিন অনেকটা একই রকম ছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: করোনা আক্রান্ত জন আব্রাহাম ও স্ত্রী প্রিয়া, ভক্তদের দিলেন জরুরি বার্তা
ক্যাটরিনা বিয়ের পর তাঁর পরের ছবির কথা ঘোষণা করেছেন কয়েকদিন আগেই শ্রীরাম রাঘবনের পরের ছবিতে কাজ করছেন ক্যাটরিনা। সেই ছবিরই শ্যুটিং শুরু করতে চলেছেন তিনি। ছবির নাম মেরি ক্রিসমাস, ছবিতে ক্যাটরিনার বিপরীতে দক্ষিণের তারকা বিজয় সেতুপতিকে দেখা যাবে। রাজস্থানের বারওয়ারা ফোর্টের সিক্স সেন্সের রিসর্টে বিলাসবহুল ভাবে বিয়ে সেরেছেন বলিউডের দুই তারকা অভিনেতা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। প্রথম থেকে বিয়ে নিয়ে যতটা রাখঢাক করা হয়েছিল দুই পরিবারের তরফে, বিয়ে শেষে অবশ্য ভক্তদের নিরাশ করছেন না ভিকি-ক্যাটরিনা।
advertisement
আরও পড়ুন: সমুদ্রের ধারে স্বপ্নের বাড়ি, শুরু নতুন সংসার, কেমন দেখতে ভিকি-ক্যাটরিনার নতুন বাড়ি? দেখুন ভিডি
প্রতিদিনই বিয়ে ও বিয়ের সঙ্গে জড়িত নানা অনুষ্ঠানের ছবি-ভিডিও শেয়ার করছেন ক্যাটরিনা ও ভিকি। গত ৯ ডিসেম্বর বিয়ে করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এর পর মুম্বইতে ফিরেই কদিনের ব্রেক নিয়ে কাজে ফিরেছেন দুই অভিনেতা। যদিও বড়দিন ও নববর্ষে একে অপরকে সময় দিতে একদমই ভোলেননি তারকা দম্পতি।
Location :
First Published :
January 03, 2022 1:34 PM IST