Alia Bhatt Ranbir Kapoor: শহর থেকে দূরে, একান্তে বর্ষবরণ রণবীর কাপুর-আলিয়া ভাটের! দেখুন

Last Updated:

কয়েকদিন আগেই মুম্বইয়ের বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল আলিয়া-রণবীরকে (Alia Bhatt Ranbir Kapoor)।

এর আগে এক সাক্ষাৎকারে রণবীরও বলেছিলেন যে করোনা মহামারী না হলে এতদিনে তাঁদের বিয়ে হয়ে যেত। তার পর থেকে একাধিক বার প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন তাঁরা। এমনকি হাঁটুগেড়ে বসে জনসমক্ষে একবার আলিয়াকে প্রেম নিবেদনও করেছেন রণবীর। জিজ্ঞাসা করেছিলেন, "আমাদের বিয়ে কবে হবে আলিয়া?"
এর আগে এক সাক্ষাৎকারে রণবীরও বলেছিলেন যে করোনা মহামারী না হলে এতদিনে তাঁদের বিয়ে হয়ে যেত। তার পর থেকে একাধিক বার প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন তাঁরা। এমনকি হাঁটুগেড়ে বসে জনসমক্ষে একবার আলিয়াকে প্রেম নিবেদনও করেছেন রণবীর। জিজ্ঞাসা করেছিলেন, "আমাদের বিয়ে কবে হবে আলিয়া?"
#কলকাতা: বলিউডে কান পাতলেই তাঁদের প্রেমের কথা শোনা যায়। নতুন বছরে নাকি বিয়েও করতে চলেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর (Alia Bhatt Ranbir Kapoor)। যদিও দুই তারকার কেউই এখনও সরাসরি এ নিয়ে মুখ খোলেননি। তবে ২০২২-এর নিউ ইয়ার্স একেবারেই একান্তে, নিভৃতে কাটালেন দুই অভিনেতা (Alia Bhatt Ranbir Kapoor)। আলিয়া ভাটের ইনস্টাগ্রামেই মিলেছে তার ঝলক। কয়েকদিন আগেই মুম্বইয়ের বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল আলিয়া-রণবীরকে (Alia Bhatt Ranbir Kapoor)। তখনই বোঝা গিয়েছিল, বর্ষবর্ণ করতে মুম্বইয়ের বাইরে কোথাও যাচ্ছেন তাঁরা। নতুন বছরের প্রথম দিনে সে কথাই প্রমাণ হয়ে গেল।
আলিয়া ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর ও রণবীরের একাধিক ছবি। ডিজনির দ্য লায়ন কিংয়ের 'হাকুনা মাতাতা' গানের কথা উল্লেখ করে ছবি পোস্ট করেছেন নায়িকা। ক্যাপশনে আলিয়া লিখেছেন, '২০২২ কে হাকুনা মাতাতা এনার্জি দিচ্ছি। সাবধানে থাকুন... হাসুন... সাধারণ থাকুন ও বেশি করে ভালোবাসুন! হ্যাপি নিউ ইয়ার'। আলিয়ার ছবির কমেন্টবক্সে তাঁর মা, অভিনেত্রী সোনি রাজদান লিখেছেন, 'দারুণ কথা'। রণবীর কাপুরের মা নীতু কাপুর হৃদয়ের ইমোজি দিয়েছেন কমেন্টবক্সে। অর্জুন কাপুর লিখেছেন, 'নাদানপারিন্দেস'।
advertisement
advertisement
advertisement
নিজের প্রোফাইলের ছবিও বদলে ফেলেছেন আলিয়া। সাম্প্রতিক এই বেড়াতে যাওয়ার সময়ের ছবিই শেয়ার করেছেন নায়িকা। রণবীরের সঙ্গে দেশের বাইরে কোথাও একান্তে সময় কাটাচ্ছেন আলিয়া। তবে ডেস্টিনেশন কোথায় তা জানাননি অভিনেত্রী। তবে বিদেশের কোনও জঙ্গলে সাফারি করছেন বলেই বোঝা যাচ্ছে দুই অভিনেতা। আলিয়ার পোস্টে রয়েছে সিংহের ছবি, ফলে সাফারি করতেই কোথাও গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
গত বছরও রনথম্বোরে দুই পরিবারের সঙ্গে একসঙ্গে বর্ষবরণ করেছিলেন আলিয়া ও রণবীর। যদিও এবার একেবারেই নিজেরা সময় কাটাচ্ছেন। কয়েকদিন আগেই যোধপুরে রণবীরের জন্মদিন পালন করতে গিয়েছিলেন আলিয়া। সেখানে একে অপরের ঘনিষ্ঠ ছবিও শেয়ার করেছিলেন আলিয়া। কাজের দিক থেকেও এবার প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁদের। চলতি বছরেই মুক্তি রয়েছে তাঁদের ব্রহ্মাস্ত্র ছবির।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhatt Ranbir Kapoor: শহর থেকে দূরে, একান্তে বর্ষবরণ রণবীর কাপুর-আলিয়া ভাটের! দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement