পঞ্জাবি রীতি মেনে বিয়ে হয় রণবীর-আলিয়ার। আসরে উপস্থিত ছিলেন কাপুর ও ভাট পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, করিনা, করিশ্মা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, অয়ন মুখোপাধ্যায়-রা।