Ranbir Kapoor Alia Bhatt Marriage: ইটস অফিশিয়াল! আলিয়া এখন কাপুর খানদানের বৌমা, রণবীর ভাট-দের জামাই

Last Updated:
ডেস্টিনেশন ওয়েডিং নয়, বান্দ্রায় নিজের বাড়ি 'বাস্তু'তেই বিয়ে করেন রণবীর
1/8
 অতঃপর, ইটস অফিশিয়াল! বিয়েটা সেরেই ফেললেন রণবীর কাপুর আর আলিয়া ভাট
অতঃপর, ইটস অফিশিয়াল! বিয়েটা সেরেই ফেললেন রণবীর কাপুর আর আলিয়া ভাট
advertisement
2/8
ইটস অফিশিয়াল... চুমুর শিলমোহর
ইটস অফিশিয়াল... চুমুর শিলমোহর
advertisement
3/8
টানা প্রায় পাঁচ বছর ডেটের পরে আজ সাত পাকে বাঁধা পড়লেন ব্রহ্মাস্ত্রের সহ-অভিনেতা রণবীর কাপুর এবং আলিয়া ভাট! শুধু বলিউড নয়, গোটা দেশের নজর ছিল এই বিয়ের দিকেই। আজ, ১৪ এপ্রিল, বেলা দুটোর সময় শুরু হয়েছিল বিয়ের মূল অনুষ্ঠান।
টানা প্রায় পাঁচ বছর ডেটের পরে আজ সাত পাকে বাঁধা পড়লেন ব্রহ্মাস্ত্রের সহ-অভিনেতা রণবীর কাপুর এবং আলিয়া ভাট! শুধু বলিউড নয়, গোটা দেশের নজর ছিল এই বিয়ের দিকেই। আজ, ১৪ এপ্রিল, বেলা দুটোর সময় শুরু হয়েছিল বিয়ের মূল অনুষ্ঠান।
advertisement
4/8
পঞ্জাবি রীতি মেনে বিয়ে হয় রণবীর-আলিয়ার। আসরে উপস্থিত ছিলেন কাপুর ও ভাট পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, করিনা, করিশ্মা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, অয়ন মুখোপাধ্যায়-রা।
পঞ্জাবি রীতি মেনে বিয়ে হয় রণবীর-আলিয়ার। আসরে উপস্থিত ছিলেন কাপুর ও ভাট পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, করিনা, করিশ্মা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, অয়ন মুখোপাধ্যায়-রা।
advertisement
5/8
সাদা ও সোনালীর মিশেলে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গায় সেজেছিলেন আলিয়া
সাদা ও সোনালীর মিশেলে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গায় সেজেছিলেন আলিয়া
advertisement
6/8
রণবীরের আলিয়ার বিয়ের মেনু শুনলেই জিভে জল চলে আসবে! তন্দুরি চিকেন থেকে ডাল মাখানি...কী আছে আর কী নেই! মেনুতে থাকছে ইটালিয়ান, মেক্সিকান, পঞ্জাবি, আফগানি খাবারও। থাকবে কাবাবের জন্য একটা বিশেষ কাউন্টারও। শুধু আমিষ খাবারই নয়। নিরামিষ খাবারেরও থাকবে ঢালাও বন্দোবস্ত।
রণবীরের আলিয়ার বিয়ের মেনু শুনলেই জিভে জল চলে আসবে! তন্দুরি চিকেন থেকে ডাল মাখানি...কী আছে আর কী নেই! মেনুতে থাকছে ইটালিয়ান, মেক্সিকান, পঞ্জাবি, আফগানি খাবারও। থাকবে কাবাবের জন্য একটা বিশেষ কাউন্টারও। শুধু আমিষ খাবারই নয়। নিরামিষ খাবারেরও থাকবে ঢালাও বন্দোবস্ত।
advertisement
7/8
কিন্তু এত খাবারের কোনওটাই ছূঁয়ে দেখবেন না আলিয়া! বিয়েতে তিনি খাবেন শুধু ভেগান বার্গার! তাঁর প্রিয় বন্ধু অনুষ্কা শর্মার জন্যও থাকছে এই বার্গার! নিজের বিয়েতে  রণবীরও মুরগি-মটন থেকে শতহাত দূরে থাকবেন! তাঁর জন্য থাকছে একটি বিশেষ স্টল, যেখানে মিলবে নানা কিসিমের সুশি
কিন্তু এত খাবারের কোনওটাই ছূঁয়ে দেখবেন না আলিয়া! বিয়েতে তিনি খাবেন শুধু ভেগান বার্গার! তাঁর প্রিয় বন্ধু অনুষ্কা শর্মার জন্যও থাকছে এই বার্গার! নিজের বিয়েতে রণবীরও মুরগি-মটন থেকে শতহাত দূরে থাকবেন! তাঁর জন্য থাকছে একটি বিশেষ স্টল, যেখানে মিলবে নানা কিসিমের সুশি
advertisement
8/8
ডেস্টিনেশন ওয়েডিং নয়, বান্দ্রায় নিজের বাড়ি 'বাস্তু'তেই বিয়ে করেন রণবীর
ডেস্টিনেশন ওয়েডিং নয়, বান্দ্রায় নিজের বাড়ি 'বাস্তু'তেই বিয়ে করেন রণবীর
advertisement
advertisement
advertisement