Wake Up Sid 2: ‘ওয়েক আপ সিড ২’-এর ইঙ্গিত? ফের একসঙ্গে রণবীর-কঙ্কনা! ভিডিও ভাইরাল হতেই হইচই বলিপাড়ায়
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Wake Up Sid 2: সোশ্যাল মিডিয়া রেডিট-এ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রণবীর, কঙ্কনা ছাড়াও সেখানে রয়েছেন অভিনেতা নমিত দাস এবং শিখা তালসানিয়া। যাঁরা ২০০৯ সালের ছবিতে রণবীরের বন্ধুদের চরিত্রে অভিনয় করেছিলেন।
কলকাতা: ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘ওয়েক আপ সিড’। সেই থেকে অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী কঙ্কনা সেনশর্মার জুটি যেন প্রেমের প্রতীক। ‘গুঞ্জা সা হ্যায় কোই ইক তারা’র সুরে আজও হুহু করে ওঠে কত বুক। ২০২৪ সালের শুরুতে ইঙ্গিত মিলল, সেই জুটিই ফিরতে চলেছে পর্দায়। আসছে ‘ওয়েক আপ সিড ২’?
সদ্য দুই তারকার পর্দার পিছনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সম্ভবত একটি ছবি বা কোনও বিজ্ঞাপনী ছবির সেট থেকে ভাইরাল হয়েছে সেই ছবি। তার পর থেকেই ভক্তদের মধ্যে হইহই শুরু হয়েছে। তাঁদের আশা, ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে রণবীর এবং কঙ্কনাকে। ‘ওয়েক আপ সিড’-এর সিক্যুয়েল নিয়ে জল্পনা শুরু।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়া রেডিট-এ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রণবীর, কঙ্কনা ছাড়াও সেখানে রয়েছেন অভিনেতা নমিত দাস এবং শিখা তালসানিয়া। যাঁরা ২০০৯ সালের ছবিতে রণবীরের বন্ধুদের চরিত্রে অভিনয় করেছিলেন। রণবীর একটি নীল শার্ট এবং অফ-হোয়াইট প্যান্টে, কঙ্কনা ঠিক তাঁর ‘ওয়েক আপ সিড’-এর চরিত্র আয়েশার মতো পোশাকে, একটি সাদা কুর্তা এবং ডেনিম পরে। তার গলায় একটি ওড়নাও ছিল। নমিতকে একটি লাল ফুল ফুল ছাপা শার্ট এবং বেইজ রঙের শর্টসে দেখা যাচ্ছে। শিখাকেও ‘ওয়েক আপ সিড’-এর চরিত্রের মতোই দেখাচ্ছে, গোলাপি শার্ট এবং নীল ডেনিমে তিনি।
advertisement
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ওয়েক আপ সিড’ প্রাপ্তবয়স্কদের কাছে মুক্ত বাতাসের মতো ছিল। এতে কঙ্কনা এবং রণবীরের চরিত্র একে অন্যের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। তা সত্ত্বেও তাদের বন্ধুত্ব ও প্রেম, যার বুনন ছিল অসাধারণ। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের এবং সুপ্রিয়া পাঠক।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2024 11:58 AM IST