Sonu Nigam in Paria: সোনুর গলায় ফের বাংলা গান, তথাগতর ছবিতে পথকুকুরদের জন্য হুংকার ছাড়লেন বলিউড গায়ক

Last Updated:

Sonu Nigam in Paria: পর্দায় নায়ক বিক্রম চট্টোপাধ্যায়। গানে গানে হুংকার ছাড়বেন সোনু। পথকুকুরদের নিয়ে তৈরি এই ছবিতে এই গান প্রতিশোধের কথা বলবে।

রণজয় ভট্টাচার্য এবং সোনু নিগম
রণজয় ভট্টাচার্য এবং সোনু নিগম
কলকাতা: ফের বাংলা গানে সোনু নিগম। যুদ্ধপ্রস্তুতির হুংকার শোনা যাবে বলিউডের তারকা গায়কের গলায়। সম্প্রতি রেকর্ড করা হল সেই গান। তথাগত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘পারিয়া’-তেই শোনা যাবে এই গান।
পর্দায় নায়ক বিক্রম চট্টোপাধ্যায়। গানে গানে হুংকার ছাড়বেন সোনু। পথকুকুরদের নিয়ে তৈরি এই ছবিতে এই গান প্রতিশোধের কথা বলবে। সেই সমস্ত পথকুকুরদের কণ্ঠ হয়ে দাঁড়াবে এই ছবি, যারা অত্যাচার সহ্য করেও মানবজাতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে না।
advertisement
পরিচালক-অভিনেতা তথাগত নিউজ18 বাংলাকে বললেন, ‘‘গল্পে বিক্রমের চরিত্রটা যে লড়াইটা লড়ছে পথকুকুরদের জন্য, সেটার প্রস্তুতির একটি গান। সোনু নিগমের গলায় এরকম গান শুনিনি এর আগে। একদম অন্যরকমের গান। আমি একটু ধন্দে ছিলাম, কিন্তু দেখলাম উনি যা ডেলিভার করেছেন, তা এক কথায় অপূর্ব। আমার কাছে সোনু নিগম মানেই প্রেমের গান, কিন্তু এবার উনি গাইলেন যুদ্ধের গান, রক্তের গান, ঘামের গান। তাই একেবারে নতুন ধরনের গান শোনা যাবে তাঁর গলায়।’’
advertisement
এই গানটিতে সুর দিয়েছেন রণজয় ভট্টাচার্য এবং গানের গীতিকার ঋতম সেন। তথাগতর কথায়, ‘‘কেবল যে ভিস্যুয়ালি যুদ্ধপ্রস্তুতি ধরা পড়বে, তা নয়, গানটি যেভাবে বানানো হয়েছে, সেটিও খুব রক্ত গরম করা।’’
advertisement
ছবিমুক্তির তারিখ ঘোষণা করা হয়নি এখনও। তবে আজ, বুধবার দুপুরে ছবির প্রথম টিজার মুক্তি পাবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonu Nigam in Paria: সোনুর গলায় ফের বাংলা গান, তথাগতর ছবিতে পথকুকুরদের জন্য হুংকার ছাড়লেন বলিউড গায়ক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement