Sonu Nigam in Paria: সোনুর গলায় ফের বাংলা গান, তথাগতর ছবিতে পথকুকুরদের জন্য হুংকার ছাড়লেন বলিউড গায়ক
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Sonu Nigam in Paria: পর্দায় নায়ক বিক্রম চট্টোপাধ্যায়। গানে গানে হুংকার ছাড়বেন সোনু। পথকুকুরদের নিয়ে তৈরি এই ছবিতে এই গান প্রতিশোধের কথা বলবে।
কলকাতা: ফের বাংলা গানে সোনু নিগম। যুদ্ধপ্রস্তুতির হুংকার শোনা যাবে বলিউডের তারকা গায়কের গলায়। সম্প্রতি রেকর্ড করা হল সেই গান। তথাগত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘পারিয়া’-তেই শোনা যাবে এই গান।
পর্দায় নায়ক বিক্রম চট্টোপাধ্যায়। গানে গানে হুংকার ছাড়বেন সোনু। পথকুকুরদের নিয়ে তৈরি এই ছবিতে এই গান প্রতিশোধের কথা বলবে। সেই সমস্ত পথকুকুরদের কণ্ঠ হয়ে দাঁড়াবে এই ছবি, যারা অত্যাচার সহ্য করেও মানবজাতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে না।
advertisement
পরিচালক-অভিনেতা তথাগত নিউজ18 বাংলাকে বললেন, ‘‘গল্পে বিক্রমের চরিত্রটা যে লড়াইটা লড়ছে পথকুকুরদের জন্য, সেটার প্রস্তুতির একটি গান। সোনু নিগমের গলায় এরকম গান শুনিনি এর আগে। একদম অন্যরকমের গান। আমি একটু ধন্দে ছিলাম, কিন্তু দেখলাম উনি যা ডেলিভার করেছেন, তা এক কথায় অপূর্ব। আমার কাছে সোনু নিগম মানেই প্রেমের গান, কিন্তু এবার উনি গাইলেন যুদ্ধের গান, রক্তের গান, ঘামের গান। তাই একেবারে নতুন ধরনের গান শোনা যাবে তাঁর গলায়।’’
advertisement
এই গানটিতে সুর দিয়েছেন রণজয় ভট্টাচার্য এবং গানের গীতিকার ঋতম সেন। তথাগতর কথায়, ‘‘কেবল যে ভিস্যুয়ালি যুদ্ধপ্রস্তুতি ধরা পড়বে, তা নয়, গানটি যেভাবে বানানো হয়েছে, সেটিও খুব রক্ত গরম করা।’’
advertisement
ছবিমুক্তির তারিখ ঘোষণা করা হয়নি এখনও। তবে আজ, বুধবার দুপুরে ছবির প্রথম টিজার মুক্তি পাবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2024 9:05 AM IST