শ্রীজাতর মানবজমিন ৫ দিনে মাত্র ৩.২৮ লাখে! প্রযোজক রানা বললেন, আগেই জানতাম, কেন!
- Published by:Teesta Barman
Last Updated:
Manobjomin Box office: একের পর এক মন্তব্যের জবাব দিতে হয় তাঁকে। কেউ প্রশ্ন করেন, 'সেকি! ইন্ডাস্ট্রিতে আপনি তাহলে কী করছেন? আমরা কত আশায় ছিলাম, আপনার হাত ধরে বাংলা সিনেমার সুদিন ফিরবে?' রানার সটান জবাব, 'আমার একার দায়?'
#কলকাতা: গত ৬ জানুয়ারি ঘটা করে মুক্তি পেল 'মানবজমিন'। কবি শ্রীজাতর প্রথম ছবি। তাই হইচই ছিল তুঙ্গে। কিন্তু বক্স অফিসে সেই পরিমাণ সাফল্য আনতে পারল না রানা সরকার প্রযোজিত এই ছবি।
ফেসবুকে ছবি সংক্রান্ত রানার সমস্ত পোস্টের তলায় কেউ না কেউ তাঁকে বারবার ছবির লক্ষ্মীলাভ নিয়ে প্রশ্ন করেছেন। রানা কিন্তু চুপ থাকেননি। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোট পাঁচ দিনের বক্স অফিস কালেকশনের টাকার অঙ্ক লিখে জানিয়ে দেন তিনি। আর সেখান থেকেই জানা যায়, পাঁচ দিনে 'মানবজমিন'-এর লক্ষ্মীলাভ হয়েছে ৩ লক্ষ ২৮ হাজার টাকা। বক্স অফিসের নিরিখে যে পরিমাণ বেশ কমই।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রানা সমস্ত ট্রোলের জবাব দিয়েছেন। এক নেটিজেন প্রশ্ন করেন, 'বক্স অফিসের হিসাবে এত খারাপ অবস্থা কেন? বিশ্লেষণ করলে?' রানার উত্তর, 'এটা জানতামই। আমার আগের পোস্ট দেখুন।'
বক্স অফিসের হিসেব দেওয়ার আগেই ছবি না চলার কারণ ব্যাখ্যা করেছেন প্রযোজক। তাঁর লেখায়, 'এটা তো শিল্প। টাকা ঢালার পর কত ফেরত আসছে, সেটা দেখাই একমাত্র লক্ষ্য নয়। একে বলে সামাজিক দায়বদ্ধতা, কেবল লাভ লোকসান নয়। একটা লক্ষে পৌঁছাতে পেরে ভাল লাগছে।' তার পরেই ছবির পরিচালক শ্রীকাতকে উল্লেখ করে লিখেছেন, 'মানবজমিনের জন্য ধন্যবাদ শ্রীজাত।'
advertisement
কিন্তু এখানেই শেষ হয়নি কটাক্ষ। একের পর এক মন্তব্যের জবাব দিতে হয় তাঁকে। কেউ প্রশ্ন করেন, 'সেকি! ইন্ডাস্ট্রিতে আপনি তাহলে কী করছেন? আমরা কত আশায় ছিলাম, আপনার হাত ধরে বাংলা সিনেমার সুদিন ফিরবে?' রানার সটান জবাব, 'আমার একার দায়?'
advertisement
তিনি আরও জানান, 'এখানে ব্যবসা করতে আসিনি। কাজ করে যাব।' উত্তর, পালটা উত্তরেও ক্লান্ত নন প্রযোজক। বেশ কোমর বেঁধেই ছবি বানানোর কাজে নেমেছেন বলেই বোঝা যাচ্ছে৷ এখন আপাতত শ্রীজাতর সঙ্গে পরবর্তী ছবির কাজে ব্যস্ত তিনি। 'চল রাস্তায় সাজি ট্রামলাইন'-এর জন্য বেছে নিয়েছেন সোহিনী সরকার এবং পরমব্রত চট্টোপাধ্যায়কেই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 12, 2023 11:05 AM IST