চঞ্চল-সৃজিতের জন্য বিশেষ বার্তা দিলেন অমিতাভ! কী বলছেন আপ্লুত পরিচালক

Last Updated:

নেটমাধ্যমে 'পদাতিক'-এর একটি পোস্টার শেয়ার করেছেন অমিতাভ। ছবিটির শিল্পী এবং কলাকুশলীদের উদ্দেশে লিখেছেন, 'আমার অনেক শুভেচ্ছা রইল'।

#কলকাতা: চঞ্চল চৌধুরীকে নিয়ে ছবি করছেন সৃজিত মুখোপাধ্যায়। যার চিত্রনাট্য আবর্তিত হবে পরিচালক মৃণাল সেনকে কেন্দ্র করে। ছবির নাম 'পদাতিক'। ইতিমধ্যেই এই ছবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। পর্দায় আরও একবার দুই বাংলার যুগলবন্দি দেখতে মুখিয়ে সিনেপ্রেমীরা। সেই তালিকায় রয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চনও। বুধবার সকালে নিজেই সে কথা জানিয়ে দিয়েছেন বলিউডের শাহেনশা।
নেটমাধ্যমে 'পদাতিক'-এর একটি পোস্টার শেয়ার করেছেন অমিতাভ। ছবিটির শিল্পী এবং কলাকুশলীদের উদ্দেশে লিখেছেন, 'আমার অনেক শুভেচ্ছা রইল'। তারই সঙ্গে তিনি হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন 'পদাতিক', চঞ্চল চৌধুরী এবং সৃজিত মুখোপাধ্যায়ের নাম। তাঁর সেই পোস্ট দেখে উচ্ছ্বসিত সৃজিত এবং চঞ্চলের ভক্তরা। কমেন্ট বক্সে চোখ রাখলেই তা স্পষ্ট হয়ে যায়।
advertisement
advertisement
তাঁর ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং বিগ বি। স্বাভাবিক ভাবেই আপ্লুত সৃজিত। অমিতাভের পোস্টটি শেয়ার করে ফেসবুকে পরিচালক লেখেন, 'অনেক ধন্যবাদ স্যর। এটা আমাদের কাছে অনেক।'
advertisement
মৃণাল সেনকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনার কথা বেশ কয়েক মাস আগেই জানিয়েছিলেন সৃজিত। দিন কয়েক আগে তিনি জানান, কিংবদন্তি পরিচালকের ভূমিকায় দেখা যাবে চঞ্চলকে। মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোয। আপাতত মৃণালের জীবনকে বড় পর্দায় চাক্ষুষ করার অপেক্ষায় সিনেপ্রেমীরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
চঞ্চল-সৃজিতের জন্য বিশেষ বার্তা দিলেন অমিতাভ! কী বলছেন আপ্লুত পরিচালক
Next Article
advertisement
MGNREGA: উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, সংসদে আসছে বিল
উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, আসছে বিল
  • নাম পাল্টে যেতে পারে ১০০ দিনের কাজ প্রকল্পের

  • মনরেগা প্রকল্পের নাম বদলে হবে ভিবি-জি রাম জি

  • ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দিতে চলেছে কেন্দ্র সরকার

VIEW MORE
advertisement
advertisement