হলিউডকে গলার স্বর ধার দিচ্ছেন রানা দগ্গুবতী

Last Updated:

এ বার সাগর পারে চললেন বল্লালদেভ ৷ তিনি স্বশরীরে না গেলেও তাঁর গলার স্বর এ বার জায়গা করে নিল হলিউড ছবিতে ৷ কী সেই ছবি ? যেখানে রানা দগ্গুবতীর গলা শুনতে পাবেন ভক্তরা ৷

#নয়াদিল্লি: এ বার সাগর পারে চললেন বল্লালদেভ ৷ তিনি স্বশরীরে না গেলেও তাঁর গলার স্বর এ বার জায়গা করে নিল হলিউড ছবিতে ৷ কী সেই ছবি ? যেখানে রানা দগ্গুবতীর গলা শুনতে পাবেন ভক্তরা ৷
জানা গিয়েছে, মার্ভেলের ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার’- এর তেলুগু ভার্সনে থানসের চরিত্রে স্বর দেবেন রানা ৷ রবার্ট ডওনি, চেরিস ইভান্স, মার্ক রুফালো, স্কারলেট জোহানসনের মতো একাধিক হেভি ওয়েট তারকারা রয়েছেন এই ছবিতে ৷
advertisement
ছোট থেকেই মার্ভেলের কমিক্স আর ছবি দেখে বড় হয়েছেন তিনি ৷ মার্ভেল যে ভাবে তাঁর চরিত্রগুলো তৈরি করতেন তা সব সময়ই থাকত অন্যরকম ৷ যা আগে কেউ ভাবতেই পারেননি ৷ হলিউডি ছবিতে প্রথম সুযোগ পাওয়ার পর এমন কথাই বললেন রানা ৷ ছোটবেলায় তাঁর প্রিয় চরিত্র ছিল আয়রন ম্যান ও ক্যাপ্টেন আমেরিকা ৷ তাই ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার’- এ সুযোগ পাওয়া তাঁর এক একটা বিরাট পাওনা ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
হলিউডকে গলার স্বর ধার দিচ্ছেন রানা দগ্গুবতী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement