কপিল শর্মার কামব্যাকটা বোরিং, আশাহত নেটিজেনরা

Last Updated:
#মুম্বই: বহুদিনের খরা কাটিয়ে নতুন শো ‘ফ্যামিলি টাইম উইথ কপিল’ নিয়ে টেলিভিশনে কামব্যাক করেছেন কপিল শর্মা ৷ প্রত্যাশা ছিল প্রচুর ৷ দর্শকের প্রত্যাশা পূরণ হলে কি ?
কী বলছেন দর্শকরা ? ২৫ মার্চ ‘ফ্যামিলি টাইম উইথ কপিল’-এর প্রথম এপিসোডের সম্প্রচার হয়ে গিয়েছে ৷ তবে সোশ্যাল মিডিয়া ঘাটলেই জানা যাচ্ছে দর্শকদের তেমন মজা দিতে পারেনি কপিলের এই নতুন শো ৷ তবে নেটিজেনরা জানাচ্ছেন, কপিলের এই নয়া শোয়ে হাসির খোরাক খুবই কম ৷ কমেডি এক্কেবারে নেই বললেই চলে ৷ ট্যুইটারে অনেকেই লিখেছেন, মাঝ পথেই দেখা বন্ধ করে দিয়েছিলাম ৷
advertisement
এই শোয়ের প্রথম সেলেব্রিটি গেস্ট হিসেবে এসেছিলেন অজয় দেবগন ৷ কপিল ছাড়াও এই শোয়ে রয়েছেন নভজ্যোত সিং সিধু, চন্দন প্রভাকর এবং কিকু সারদা ৷ তবে এ বার দেখার দর্শকদের থেকে এই ফিডব্যাক পেয়ে এ বার তাঁদের মন জোগাতে কী ধামাকা নিয়ে আসেন কপিল ৷
advertisement
kapil sharma1
advertisement
kapil sharma2
বাংলা খবর/ খবর/বিনোদন/
কপিল শর্মার কামব্যাকটা বোরিং, আশাহত নেটিজেনরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement