কপিল শর্মার কামব্যাকটা বোরিং, আশাহত নেটিজেনরা
Last Updated:
#মুম্বই: বহুদিনের খরা কাটিয়ে নতুন শো ‘ফ্যামিলি টাইম উইথ কপিল’ নিয়ে টেলিভিশনে কামব্যাক করেছেন কপিল শর্মা ৷ প্রত্যাশা ছিল প্রচুর ৷ দর্শকের প্রত্যাশা পূরণ হলে কি ?
কী বলছেন দর্শকরা ? ২৫ মার্চ ‘ফ্যামিলি টাইম উইথ কপিল’-এর প্রথম এপিসোডের সম্প্রচার হয়ে গিয়েছে ৷ তবে সোশ্যাল মিডিয়া ঘাটলেই জানা যাচ্ছে দর্শকদের তেমন মজা দিতে পারেনি কপিলের এই নতুন শো ৷ তবে নেটিজেনরা জানাচ্ছেন, কপিলের এই নয়া শোয়ে হাসির খোরাক খুবই কম ৷ কমেডি এক্কেবারে নেই বললেই চলে ৷ ট্যুইটারে অনেকেই লিখেছেন, মাঝ পথেই দেখা বন্ধ করে দিয়েছিলাম ৷
advertisement
এই শোয়ের প্রথম সেলেব্রিটি গেস্ট হিসেবে এসেছিলেন অজয় দেবগন ৷ কপিল ছাড়াও এই শোয়ে রয়েছেন নভজ্যোত সিং সিধু, চন্দন প্রভাকর এবং কিকু সারদা ৷ তবে এ বার দেখার দর্শকদের থেকে এই ফিডব্যাক পেয়ে এ বার তাঁদের মন জোগাতে কী ধামাকা নিয়ে আসেন কপিল ৷
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2018 1:10 PM IST



