বই লিখে নিজের জীবনের কথা বলবেন ক্যাটরিনা

Last Updated:

লাইট-ক্যামেরা-অ্যাকশন ৷ শুনলেই তিনি অন্য মানুষ ৷ কথন পুরোপুরি একাত্ম হয়ে যান ছবির চরিত্রের সঙ্গে ৷ কিন্তু এই অবস্থা একদিনে আসেনি ৷ অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে ৷

#মুম্বই: লাইট-ক্যামেরা-অ্যাকশন ৷ শুনলেই তিনি অন্য মানুষ ৷ কথন পুরোপুরি একাত্ম হয়ে যান ছবির চরিত্রের সঙ্গে ৷ কিন্তু এই অবস্থা একদিনে আসেনি ৷ অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে ৷ অনেক লড়াই করতে হয়েছে ৷ শুনতে হয়েছে সমালোচনা ৷ এ বার সে সবই বইয়ের পাতায় তুলে ধরতে চান ক্যাটরিনা কাইফ ৷
২০০৩ সালে ‘বুম’ ছবি দিয়ে কেরিয়ার শুরু ৷ কিন্তু প্রথম ছবিই মুখ থুবড়ে পড়েছিল ৷ এরপর অেক নিন্দা, অনেক বিরূপ মন্তব্য ৷ কিন্তু দমে যাননি তিনি ৷ নিজেই বলেছেন, জীবনে প্ল্যান বি কিছু ছিল না ৷ অভিনেত্রী হতেই চেয়েছিলেন ৷ সেটাই হতে হত ৷ ধীরে ধীরে বলিউডও চিনেছে তাঁকে ৷ ভরিয়ে দিয়েছে ৷ অনেক ব্লকব্লাস্টার ছবি তাঁর ঝুলিতে ৷ তবু অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে আজও ৷
advertisement
advertisement
এ সবই এ বার নিজের আত্মজীবনীতে লিখে রাখতে চান ক্যাট ৷ পরিকল্পনাও শুরু হয়েছে এ নিয়ে ৷ তবে পাকাপাকিভাবে কাগজ-পেন নিয়ে কবে বসবেন, সে বিষয়ে এখন কিছু জানাননি নায়িকা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বই লিখে নিজের জীবনের কথা বলবেন ক্যাটরিনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement