মুক্তি পেল, শিবপ্রসাদ, নন্দিতা'র আগামী ছবি 'হামি'র টাইটেল ট্র্যাক
Last Updated:
মুক্তি পেল, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় পরিচালিত, ‘উইন্ডোজ’ প্রোডাকশন-এর আগামী ছবি 'হামি'র টাইটেল ট্র্যাক। বাবুল সুপ্রিয়-র গলায় এই গান মুহূর্তে সারা ফেলল ইউটিউবে।
#কলকাতা: ''ঝগড়াঝাটি রাগ, মারামারি ভাগ, সেরে যাবে সব পাগলামি... শুধু তিনটে চারটে সাতটা আট্টা হামি'''
মুক্তি পেল, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় পরিচালিত, ‘উইন্ডোজ’ প্রোডাকশন-এর আগামী ছবি 'হামি'র টাইটেল ট্র্যাক। বাবুল সুপ্রিয়-র গলায় এই গান মুহূর্তে সারা ফেলল ইউটিউবে। সঙ্গীত পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
পরিচালকদ্বয়ের ২০১৪'র জনপ্রিয় ছবি 'রামধনু'-র সিক্যুয়েল 'হামি'। একই স্কুলের তিন বন্ধু বোধিসত্ত্ব, তনুরুচি আর অজাতশত্রুর বন্ধুত্বকে কেন্দ্র করে গড়িয়েছে ছবির চিত্রনাট্য। পরতে পরতে ফুটে উঠেছে- কীভাবে একটু ভালবাসা, একটা 'হামি' নিমেষে জয় করতে পারে সমস্ত ঘৃণাকে!
বোধিসত্ত্ব-র চরিত্রে দেখা মিলবে নতুন মুখ ব্রত বন্দ্যোপাধ্যায়ের, তনুরুচি ওরফে তিয়াশা পাল আর অজাতশত্রু'র চরিত্রে অভিরাজ। রয়েছেন, তনুশ্রীশঙ্কর, চূর্ণী গঙ্গোপাধ্যায়, সুজন (নীল), দেবলীনা দত্ত, খরাজ, অপরাজিতা আঢ্য, গার্গী রায়চৌধুরী, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার ও শিবপ্রসাদ নিজে। মুক্তি পাচ্ছে ১১ মে।
advertisement
গানটা শুনতে-
Location :
First Published :
March 24, 2018 2:38 PM IST