ইরফান আয়ুর্বেদিক চিকিৎসা করাচ্ছেন ! খবরকে গুজব বলে জানালেন নায়কের মুখপাত্র

Last Updated:

১৬ মার্চ ইরফান খান সোশাল মিডিয়ায় জানান, তাঁর ব্রেনে বাসা বেঁধেছে নিউরোএন্ডোক্রিন টিউমর !

#মুম্বই: ১৬ মার্চ ইরফান খান সোশাল মিডিয়ায় জানান, তাঁর ব্রেনে বাসা বেঁধেছে নিউরোএন্ডোক্রিন টিউমর ! তিনি বিদেশে চিকিৎসা করতে যাবেন। কিন্তু অত্যুৎসাহী কিছু মিডিয়ায় এমন খবর ছড়িয়েছে, বর্তমানে নাকী আয়ুর্বেদিক চিকিৎসা করাচ্ছেন ইরফান।
এই গুজবে অত্যন্ত বিরক্ত ইরফান সহ তাঁর গোটা পরিবার। খানের মুখপাত্র স্পষ্ট জানান, '' বৈদ্য বালেন্দু প্রকাশের সঙ্গে একবারই ফোনে যোগাযোগ করেন মিস্টার খান। কিন্তু সেই কথোপকথন আর এগোয়নি। এই মুহূর্তে, কোনওরকম আয়ুর্বেদিক চিকিৎসা করাচ্ছেন না তিনি।'' মিডিয়ার উদ্দেশ্যে তিনি জানান, ''কারওর অসুস্থতাকে কেন্দ্র করে পাবলিসিটি পাওয়ার চেষ্টা অত্যন্ত ঘৃণ্য মনের পরিচয় দেয়। ইরফান খান আগেও অনুরোধ করেছেন, তাঁর প্রাইভেসিকে সম্মান করতে। তাঁর শারীরিক অবস্থা কেমন? সে বিষয়ে তাঁর স্ত্রীই একমাত্র উপডেট দেবেন। আর সেজন্য অপেক্ষা করুন।"
advertisement
advertisement
ইরফানের ব্রেনে নিউরোএন্ডোক্রিন টিউমর হয়েছে, এমনটা ডাক্তারী পরীক্ষায় ধরা পড়ার পর, 'শ্রী গঙ্গা রাম হসপিটাল'-এর সারজিকাল গ্যাস্ট্রোএন্ট্রোলজি অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট বিভাগের প্রধান চিকিৎসক ডঃ সৌমিত্র রাওয়াত জানিয়েছিলেন, '' অস্বাভাবিক হারে নিউরোএন্ডো কোষের সংখ্যা বৃদ্ধি পেলে জন্ম হয় নিউরোএন্ডোক্রিন টিউমর-এর । সাধারণত অন্ত্র, অগ্ন্যাশয়, ফুসফুস, থাইরয়েড-এ এই ধরনের টিউমর হয়।''
advertisement
ইরফান-এর শারীরিক অবস্থার ব্যাপারে তিনি বলেন, '' প্রথমেই টিউমরের সঠিক অবস্থান জানতে হবে। এই ধরনের টিউমর অপারেশন করে বাদ দেওয়া সম্ভব এবং অধিকাংশ ক্ষেত্রেই রোগি সুস্থ হয়ে ওঠেন।''
advertisement
তিনি আরও জানান, অপারেশনের পর রোগিকে নিয়মিত চেক-আপ-এর মথ্যে থাকতে হবে। পরীক্ষা করা হবে, আর কোনও নতুন টিউমর জন্ম নিচ্ছে কীনা!
বাংলা খবর/ খবর/দেশ/
ইরফান আয়ুর্বেদিক চিকিৎসা করাচ্ছেন ! খবরকে গুজব বলে জানালেন নায়কের মুখপাত্র
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement