মে মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনম !

Last Updated:
#মুম্বই: বলিউডের অন্যতম ফ্যাশানিস্তা এই বলি ডিভা ৷ অভিনয়ের জন্য খুব একটা প্রশংসা না জুটলেও, ফ্যাশন সেন্সের জন্য তাঁকে পয়লা নম্বরেই রাখেন ফ্যাশনবোদ্ধরা ৷ তিনি হলেন অনিন-কন্যা সোনম কাপুর ৷ তাঁর দীর্ঘদিনের বন্ধু আনন্দ আহুজার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চাপা একটা চর্চা চলছিলই ৷ বেশ কয়েক বছর ধরে চুটিয়ে ডেটিং পর্ব চালিয়েছেন দু’জনে ৷ এ বার বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে এই বলি সেলেবও নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন ৷

You talkin to me???

A post shared by sonamkapoor (@sonamkapoor) on

advertisement
advertisement
আনন্দ আহুজার সঙ্গে সোনম ৷ ছবি: সোনম কাপুরের ইনস্টাগ্রাম পেজের সৌজন্য়ে ৷
মুম্বই মিররে’র খবর অনুয়ায়ী জানা যাচ্ছে, আগামী ১১ মে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই কাপল ৷ আর এই বিয়ের অনুষ্ঠান নাকি হতে চলেছে জেনিভায়। আরও খবর কিছুদিন আগেই আনন্দের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন সোনম ৷ আর তার পরেই বিয়ের দিনক্ষণ নিয়ে পাকাপাকি ভাবে সিদ্ধান্ত হয় ৷ সোনমের আগামী ছবি 'বীর দি ওয়েডিং'-এর মুক্তির পরেই জেনেভায় এই বিয়ের অনুষ্ঠান হবে।''
advertisement
ইতিমধ্যেই বিয়ের তোড়জোর শুরু হয়ে গিয়েছে ৷ বিয়েটা হবে হিন্দু রীতি-নীতি মেনেই ৷ সোনমের বিয়ের পোশাক তৈরি করবেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলা ৷ অনিল কাপুর নিজে গিয়ে অতিথিদের আমন্ত্রণ জানাতে ব্যস্ত ৷ এর পাশাপাশি শুরু হয়ে গিয়েছে বিমানের টিকিট বুকিংয়ের কাজ ৷
কিছুদিন আগেই বিয়ে প্রসঙ্গনে সোনম বলেছিলেন, ''বিয়েটা তাঁর কাছে একটা ভীষণ সুন্দর মুহূর্ত যার মাধ্যমে কাছের মানুষটির আরও কাছে আসা যায়। দুই পরিবার এক ছাদের তলায় আসে। এটা সত্যইই একটা দারুণ অনুভূতি।''
বাংলা খবর/ খবর/বিনোদন/
মে মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনম !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement