Ram Gopal Varma Viral Dance: লাল ড্রেস পরা এক মহিলার সঙ্গে তুমুল নাচ রামগোপাল ভার্মার ! ভিডিও ভাইরাল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ডান্সিংয়ের বিষয়ে বলিউডের নায়কদের চেয়ে কোনও অংশে কম যান না রামগোপাল ভার্মা, এমনটাই দাবি অধিকাংশের ৷
হায়দরাবাদ: চিত্রপরিচালক রামগোপাল ভার্মা যে এত ভালো নাচতেও পারেন, তা হয়তো এই ভিডিও না দেখলে বোঝার উপায় ছিল না৷ কেউ কেউ এই নাচকে ‘অশ্লীল’ বলে মন্তব্য করলেও নেটিজেনা অধিকাংশই RGV-র ডান্সিং স্কিল দেখে মুগ্ধ ৷ জানা গিয়েছে, এই ভিডিওটি পরিচালকের বার্থ ডে সেলিব্রশনের সময় শ্যুট করা হয়েছিল ৷ লাল ড্রেস পরা এক মহিলার সঙ্গে চুটিয়ে ডান্স করলেন রামগোপাল ভার্মা ৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে অল্প সময়ের মধ্যেই তা তুমুল ভাইরাল !
I once again want to clarify that the guy in this video is not me and the Girl in Red is not @inaya_sultana and I swear this on American President JOE BIDEN pic.twitter.com/K8nNera7Rc
— Ram Gopal Varma (@RGVzoomin) August 22, 2021
advertisement
advertisement
যদিও ভিডিওটিতে যাকে নাচতে দেখা গিয়েছে, সেই ব্যক্তি তিনি নন বলেই দাবি করেছেন রামগোপাল ভার্মা ৷ বলেছেন ঈশ্বরের দিব্যি, ‘‘এই ভিডিওটি আমার নয় ৷’’ যদিও তাঁর ফ্যানরা একথা শুনতে নারাজ ৷ প্রত্যেকেই পরিচালকের এই ‘হিডেন ট্যালেন্ট’-এর প্রশংসা করেছেন ৷ নাচের দিক থেকে বলিউডের নায়কদের চেয়ে কোনও অংশে কম যান না রামগোপাল ভার্মা, এমনটাই দাবি অধিকাংশের ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2021 9:32 AM IST