Sushant Singh Rajput: সুশান্তের আত্মহত্যার কারণ জানাচ্ছেন রাম গোপাল ভার্মা !

Last Updated:

Sushant Singh Rajput: একপ্রকার সকলেই এই মৃত্যুর ঘটনাকে মেনে নিয়েছে। কিন্তু হাল ছাড়তে নারাজ পরিচালক রাম গোপাল ভার্মা।

#মুম্বই: সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। বলিউডের সেই অভিনেতা যিনি চোখের জলে ভাসিয়েছেন গোটা বলি টাউন সহ তাঁর ভক্ত কুলকে। একের পর এক ভালো ছবি তিনি করেছেন। তারপরেও কি কারণে সুশান্ত আত্বহত্যার পথ বেছে নিয়েছিলেন, তা আজও অজানা। সিবিআই থেকে এনসিবি নানা রকম ইস্যু খুঁজে বার করলেও এখনও মৃত্যু রহস্যের কোনও কিনারা করতে পারেনি। সম্ভবত সুশান্তের মৃত্যুও দিব্যা ভারতী বা জিয়া খানের মতো অজানাই থেকে যাবে। এত কিছুর পরও আসল সত্যি সামনে আসবে কিনা জানা নেই।
একপ্রকার সকলেই এই মৃত্যুর ঘটনাকে মেনে নিয়েছে। কিন্তু হাল ছাড়তে নারাজ পরিচালক রাম গোপাল ভার্মা। তিনি এই রহস্য উন্মোচন করেই ছাড়বেন। সুশান্তের মৃত্যুর পর তিনিও বলিউডের নানা কীর্তি নিয়ে মুখ খুলেছিলেন। এবার তিনি একটি নতুন পদক্ষেপ নিয়েছেন।
সম্প্রতি একটি ইন্টারভিউতে তিনি জানিয়েছেন, সুশান্তের মৃত্যু নিয়ে তিনি সিনেমা বানাবেন। তাঁর পরবর্তী ছবি তৈরি হবে সুশান্তকে নিয়েই। সেখানেই তিনি সবটা তুলে ধরবেন। মৃত্যুর কারণ কি প্রশ্ন করায় পরিচালক জানান, "সব কিছু তিনি ছবিতেই দেখাবেন। এখনই মুখ খুলবেন না।' বলিউডের বর্তমান পরিস্থিতি উঠে আসবে তাঁর ছবিতে। তবে কি রামগোপাল জানেন সুশান্তের আত্মহত্যার কারণ? নাহলে কিসের উপর ভিত্তি করে তিনি ছবি বানাবেন? এই নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। তবে সব সত্যি সামনে আসবে পরিচালকের ছবি মুক্তি পাওয়ার পর।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushant Singh Rajput: সুশান্তের আত্মহত্যার কারণ জানাচ্ছেন রাম গোপাল ভার্মা !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement