rakhi sawant: গর্ভেই মৃত্যু হয়েছে সন্তানের? অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেও পাত্তা পাননি রাখি! নীরবতা ভাঙলেন আদিল

Last Updated:

rakhi sawant: রাখির দাবি, তিনি গর্ভেই তাঁর সন্তানকে হারিয়েছেন (মিসক্যারেজ)। তা ছাড়া 'বিগ বস মারাঠি'তে তিনি একবার এ কথা বলেছিলেন যে তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু রাখির কথায়, "সেই সময়ে আমার কথাকে কেউ গুরুত্ব দেয়নি৷ ভেবেছে আমি মজা করছি।"

রাখি ও আদিল
রাখি ও আদিল
মুম্বই: গর্ভেই সন্তানের মৃত্যু! দিন কয়েক আগে ভয়ঙ্কর দাবি করেছেন রাখি সাওয়ান্ত। এখন বারবার শিরোনাম দখল করছেন বলি তারকা। কখনও আদিলের সঙ্গে গোপনে বিয়ে, কখনও বিয়ের পর নাম বদল, কখনও বা আদিলের এই বিয়েকে অস্বীকার করা, কখনও আবার শার্লিন চোপড়ার অভিযোগের ভিত্তিতে অম্বোলি থানায় আটক হওয়া। এরই মাঝে রাখির এই দাবি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে চারদিকে।
রাখির দাবি, তিনি গর্ভেই তাঁর সন্তানকে হারিয়েছেন (মিসক্যারেজ)। তা ছাড়া 'বিগ বস মারাঠি'তে তিনি একবার এ কথা বলেছিলেন যে তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু রাখির কথায়, "সেই সময়ে আমার কথাকে কেউ গুরুত্ব দেয়নি৷ ভেবেছে আমি মজা করছি।"
advertisement
advertisement
যদিও আদিল এখন তাঁদের বিয়ের কথা স্বীকার করেছেন। জনসমক্ষে রাখিকে নিজের স্ত্রী বলছেন তিনি। কিন্তু রাখি এখন নিজের মাকে নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছেন। কারণ রাখির মা দুরারোগ্য ক্যানসারের সঙ্গে লড়াই করছেন প্রতিদিন।
advertisement
তার পরেই হঠাৎ রাখি এবং আদিল, নবদম্পতি তাঁদের ইনস্টাগ্রামে যৌথভাবে বিবৃতি দিলেন, মিসক্যারেজের খবর আদপে মিথ্যা। ভুয়ো খবর রটানো হচ্ছে বলে তাঁদের দাবি। সত্যি কী, মিথ্যেই বা কী, তা অধরাই রয়ে গেল।
advertisement
গতকাল, বৃহস্পতিবার অম্বোলি থানার পুলিশ রাখিকে আটক করেন। সূত্রের খবর, শার্লিনের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে রাখিকে। রাখির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি শার্লিনের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন বিনা অনুমতিতে। সূত্রের খবর, রাখিকে নাকি আন্ধেরি কোর্টে হাজির করানো হবে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
rakhi sawant: গর্ভেই মৃত্যু হয়েছে সন্তানের? অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেও পাত্তা পাননি রাখি! নীরবতা ভাঙলেন আদিল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement