Salman Khan-Rakhi Sawant: সলমনের জন্যই জুড়ল ভাঙা সংসার! কী ভাবে রাখির স্বামী আদিলকে পথে আনলেন 'ভাইজান'
- Published by:Sanchari Kar
Last Updated:
মুম্বই: দিন কয়েক আগে খুবই ছিমছাম ভাবে প্রেমিক আদিল দুরানি খানের সঙ্গে বিয়ে সেরেছিলেন রাখি সাওয়ন্ত। তাঁদের কোর্ট ম্যারেজের ছবি ছড়িয়ে পড়ে নেটমাধ্যমেও। বিয়ের ছবিতে দেখা গিয়েছে, ম্যারেজ সার্টিফিকেটে রাখি সাওয়ান্তের নামের জায়গায় লেখা রাখি সাওয়ান্ত ফতিমা। কিন্তু এত কিছুর পরেও তাঁদের বিয়েকে অস্বীকার করছিলেন আদিল। সেই ধাক্কা সামলাতে না পেরেই ভেঙে পড়েন রাখি। সংবাদমাধ্যমের সামনেই কেঁদে ভাসিয়েছিলেন অভিনেত্রী। আর তখনই শক্ত হাতে হাল ধরলেন সলমন খান। তাঁর জন্যই নাকি ফের জুড়ে গেল রাখি-আদিলের ভাঙতে বসা সম্পর্ক।
রাখি জানান, তাঁর বিয়ের খবর পাওয়ার পর সলমন তাঁকে ফোন করেছিলেন। আর তখনই 'ভাইজান'কে নিজের সমস্যার কথা জানান অভিনেত্রী। রাখির কথায়, "ভাই (সলমন) ওকে (আদিল) খুব ভালবাসে। ওদের দেখাও হয়েছে। নিশ্চয়ই এ সব জানার পর ভাই ওকে ফোন করেছে।"
advertisement
advertisement
রাখির বিশ্বাস, সলমনের কথাতেই আদিল সত্যিটা স্বীকার করেছেন। শুধু তাই নয়। নিজের ইনস্টাগ্রামে রাখির সঙ্গে বিয়ের একাধিক ছবিও দিয়েছেন তিনি। ভালবাসার মানুষকে ফিরে পেয়ে আপ্লুত রাখি। সলমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বললেন, 'ভাই আমার সংসার সাজিয়ে দিল।'
advertisement
advertisement
এই প্রথম নয়। অতীতেও রাখিকে একাধিক বার সাহায্য করেছেন সলমন। অভিনেত্রীর কাজের অভাবের কথা জানতে পেরেই তাঁকে ফের 'বিগ বস'-এ অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিলেন সলমন। তার জন্য 'ভাইজান'কে একাধিক বার ধন্যবাদও জানিয়েছেন রাখি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2023 2:16 PM IST