Rakhi sawant detained: থানায় আটক রাখি সাওয়ান্ত! মডেলের ছবি-ভিডিও ভাইরাল করার অভিযোগ সাওয়ান্তের বিরুদ্ধে
- Published by:Teesta Barman
Last Updated:
Rakhi sawant detained: খবর দিলেন মডেল শার্লিন চোপড়া। ট্যুইটে লিখলেন, ‘ব্রেকিং নিউজ, রাখি সাওয়ান্তকে গ্রেফতার করেছে অম্বোলি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। গতকাল রাখির আবেদন খারিজ করা হয়েছে।’
মুম্বই: আটক হলেন রাখি সাওয়ান্ত। মডেল শার্লিন চোপড়া যদিও ট্যুইট করে জানিয়েছেন, বলিউড অভিনেত্রী 'গ্রেফতার' হয়েছেন। শার্লিন লিখলেন, ‘ব্রেকিং নিউজ, রাখি সাওয়ান্তকে গ্রেফতার করেছে অম্বোলি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। গতকাল রাখির আবেদন খারিজ করা হয় মুম্বইয়ের এক সেশন কোর্টে।’ সূত্রের খবর, শার্লিনের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে রাখিকে।
রাখির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি শার্লিনের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন বিনা অনুমতিতে। সূত্রের খবর, রাখিকে নাকি আন্ধেরি কোর্টে হাজির করানো হবে।
BREAKING NEWS!!!
AMBOLI POLICE HAS ARRESTED RAKHI SAWANT IN RESPECT WITH FIR 883/2022 YESTERDAY, RAKHI SAWANT’S ABA 1870/2022 WAS REJECTED BY MUMBAI SESSIONS COURT — Sherlyn Chopra (शर्लिन चोपड़ा)🇮🇳 (@SherlynChopra) January 19, 2023
advertisement
advertisement
এর আগেও রাখি এবং শার্লিনের মধ্যে তর্কবিতর্ক চলেছে। প্রকাশ্যে এসেছে তাঁদের ঝগড়া ঝামেলা। পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌনহেনস্থার অভিযোগ তোলার পর শার্লিনকে নিয়ে ব্যাঙ্গ করেছিলেন রাখি। রাখির দাবি ছিল, শার্লিন যা বলেছেন, সব নাকি মিথ্যে। সেই সময় থেকেই তাঁদের বিবাদ প্রকাশ্যে এসেছে।
advertisement
সেই সময়ে শার্লিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন রাখি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, রাখির সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন মডেল। এই মুহূর্তে যেন উলটপুরাণ চলছে। রাখির বিরুদ্ধে অভিযোগ করেন শার্লিন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2023 2:02 PM IST