Rakhi-Lalit-Sushmita: বাবা আর মেয়ে লাগছে, ললিত-সুস্মিতাকে নিয়ে মন্তব্য রাখির!

Last Updated:

Rakhi-Lalit-Sushmita: দু'দিন আগে ললিত সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার সঙ্গে কয়েকটি ছবি দিয়ে লেখেন, 'অর্ধাঙ্গিনী'। তারপরেই শুরু হয়ে যায় ব্যাপক চর্চা। অনেকেই মনে করেছিলেন, তা হলে কি অবশেষে বিয়ে করলেন সুস্মিতা?

#মুম্বই: ললিত মোদি ও সুস্মিতা সেনের সম্পর্ক এখন বিটাউনের 'হট টপিক'। তাঁরা কি সত্যিই প্রেম করছেন? তাঁরা কি বিয়ে করতে চলেছেন? ইত্যাদি বিভিন্ন প্রশ্নের জালে জড়িয়ে দেশবাসী। নানা মুনির নানা মত শোনা যাচ্ছে চার দিক থেকে। এমনই সময় বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
পাপারাৎজিদের পাল্লায় পড়েছিলেন রাখি। খয়েরি রঙের ঝাকড়া চুল আর রামধনু রঙের টি শার্ট পরে ক্যামেরার সামনে এসে দাঁড়ান তিনি। তাঁকে প্রশ্ন করা হয় ললিত এবং সুস্মিতার সম্পর্ক নিয়ে তাঁর কী অভিমত?
advertisement
advertisement
রাখির অকপট জবাব, ''প্রথমে তো আমি বাবা আর মেয়ে ভেবেছিলাম। আসলে সুস্মিতা বিশ্বসুন্দরী, আর ললিতজী কে চিনিই না।'' পাপারাৎজিরা রাখিকে ললিতের পরিচয় দিতেই তিনি বলে ফেললেন, ''তা হলে টাকা থাকলে তো বড় বড় নায়িকারা তার পিছনে যাবেনই। টাকা না থাকলে কে খোঁজ রাখে! আজকাল চেহারা, বুদ্ধির দিকে কারও নজর নেই। তবে আমি, রাখি সাওয়ান্ত কিন্তু কোনও দিন টাকার পিছনে ছোটে না। কেবল প্রেমের সন্ধান করে।''
advertisement
advertisement
তবে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান এবং বিশ্বসুন্দরীকে শুভেচ্ছা জানাতে ভুললেন না রাখি। রেনে এবং আলিশার পরে ললিতের সঙ্গে সুস্মিতার যেন আরও দুই সন্তান হয়, সেই প্রার্থনা করলেন। রাখির কথায়, ''এখন তো সবাই মা হয়ে যাচ্ছে। তবে আমি মা হচ্ছি না, আমি কেবল মাসি হচ্ছি সকলের।''
advertisement
দু'দিন আগে ললিত সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার সঙ্গে কয়েকটি ছবি দিয়ে লেখেন, 'অর্ধাঙ্গিনী'। তারপরেই শুরু হয়ে যায় ব্যাপক চর্চা। অনেকেই মনে করেছিলেন, তা হলে কি অবশেষে বিয়ে করলেন সুস্মিতা? তবে কিছু ক্ষণের মধ্যেই ললিত নিজেই সেই ভুল ভাঙিয়েছেন। জানিয়েছেন, বিয়ে করেননি তাঁরা। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দু'জনে। অর্থাৎ প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rakhi-Lalit-Sushmita: বাবা আর মেয়ে লাগছে, ললিত-সুস্মিতাকে নিয়ে মন্তব্য রাখির!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement