খোলামেলা পোশাক পছন্দ না প্রেমিকের! নিজের 'ভোল' পাল্টে চরম বিপাকে রাখি সাওয়ান্ত

Last Updated:

Rakhi Sawant : রাখি সাওয়ান্ত আরও বলেন, এমন পোশাকের জন্য আমি আদিলের হৃদয়ে আঘাত করতে পারি না

#মুম্বই: রাখি সাওয়ান্ত তাঁর বক্তব্যের কারণে প্রায়ই আলোচনায় থাকেন। সম্প্রতি তিনি তাঁর খোলামেলা পোশাক সম্পর্কে একটি বড় বিবৃতি দিয়েছেন। একটি ইভেন্টে মিডিয়ার সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন যে তাঁর প্রেমিক আদিল খান দুররানি ছোট এবং খোলামেলা পোশাক পছন্দ করেন না। সে কারণেই নিজের পোশাক পছন্দ বদলে ফেলছেন রাখি। রাখি সাওয়ান্ত আরও বলেন, এমন পোশাকের জন্য আমি আদিলের হৃদয়ে আঘাত করতে পারি না।
তিনি বলেন, আদিল আর আমি গাঁটছড়া বাঁধতে চলেছি। এমন অবস্থায় আমি আদিলের কথা মেনে নেব। অনেকটা বদলে গেছি। রাখি সাওয়ান্ত বলেন, আদিল আমাকে অনেক বদলে দিয়েছে এবং আদিল সবসময়ই সঠিক। আমি এটাকে সম্মান করি কিন্তু এবার ডিজাইনার পুরনো রাখি সাওয়ান্তের মতো পোশাক পাঠালেন। বলুন কী করি? যে আদিল এর আগে বলেছিলেন যে আমি রাখির উপর কোনও বিধিনিষেধ আরোপ করিনি... তবে আমি তাঁদের পোশাকের কথা বলি।
advertisement
View this post on Instagram

A post shared by FilmyKalakar (@filmykalakar)

advertisement
advertisement
রাখির প্রেমিক আদিল খান দুররানির নতুন গান আসছে সম্প্রতি। এর আগে রাখি ও আদিল রোমান্টিক ফটোশুট করেছেন। এই সময়ও, রাখি সাওয়ান্তকে তাঁর পোশাক নিয়ে খুব বিরক্ত দেখাচ্ছিল, তাঁকে বারবার পোশাকটি ঠিক করতে হয়েছিল। এছাড়াও, তাঁর এই পোশাকটি বেশ খোলামেলা ছিল। বলা হচ্ছে, এই সময়ে ট্রোলড মোমেন্টের শিকার হয়েও বেঁচে গিয়েছিলেন রাখি সাওয়ান্ত।
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রেমিকের পোশাক নিয়ে অভিযোগের কথা জানিয়েছিলেন রাখি। ইন্ডাস্ট্রিতে তাঁর কোনও 'গডফাদার' নেই বলেই খানিক খোলামেলা পোশাক পরতে হয়, নয়তো কেউ কাজ দেবে না। তাঁর একটিই অনুরোধ প্রেমিকের কাছে, কেবল যেন পা-খোলা পোশাক পরার অনুমতি দেন তিনি। তবেই খানিক লোক জন তাঁকে কাজে ডাকবেন। এই ভিডিওটির সময়েও রাখি গা ঢাকা টিশার্ট পরে রয়েছেন। তবে কি সত্যিই প্রেমিকের কথা মেনে জীবন যাপন করছেন বলিউডের এই তারকা?
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
খোলামেলা পোশাক পছন্দ না প্রেমিকের! নিজের 'ভোল' পাল্টে চরম বিপাকে রাখি সাওয়ান্ত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement