এখন কেমন আছেন রাজু শ্রীবাস্তব? পরিবারের অনুরোধ 'প্লিজ মৃত্যুর ভুয়ো খবর ছড়াবেন না'
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Raju Srivastav health update: সামান্য হাত নাড়াচ্ছেন রাজু শ্রীবাস্তব, এসেছে MRI রিপোর্ট, শারীরিক অবস্থা কেমন জানাল পরিবার
#মুম্বই: রাজু শ্রীবাস্তব বর্তমানে দিল্লির এইমস-এ ভর্তি রয়েছেন। তিন দিন আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। মস্তিষ্ক অচল হয়ে যায়৷ এখনও তিনি ভেন্টিলেটরে রয়েছেন৷ হার্ট অ্যাটাকের কারণে তার মস্তিষ্কের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।
তার ভাগ্নে, কুশল শ্রীবাস্তব রাজুর স্বাস্থ্যের সর্বশেষ আপডেট দিয়েছেন। তিনি বলেছেন যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন রাজু শ্রীবস্তব। তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। তাঁর এমআরআই করা হয়৷ এবং জানানো হয়েছে যে মাথার স্নায়ুতে চাপ পড়েছে৷ যা পুরোপুরি সেরে উঠতে কিছুটা সময় প্রয়োজন৷
advertisement
advertisement
পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে রাজু শ্রীবাস্তব চিকিৎসায় ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছেন। তবে এরই সঙ্গে তাদের আবেদন যে কোনও গুজবে কান না দিতে৷ কারণ এই বিখ্যাত কমিডিয়ান অসুস্থ হওয়ার পর তাঁর ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে৷ সেই সব খবর পাত্তা না দিতে বলছে পরিবার৷ কারণ রাজু চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং তাঁর পরিস্থিতি সঙ্কটজনক হলেও স্থিতিশীল৷
advertisement
আরও জানানো হয় যে, রাজু হাত-পা নাড়ছেন, যা পরিবারকে দেখিয়েছেন ডাক্তাররা। তিনি একজন যোদ্ধা, তিনি ফিরে আসবেন, দাবি পরিবারের সদস্যদের। তার সুস্থতার জন্য সবাই প্রার্থনা করুন, এমনই বলছে শ্রীবাস্তব পরিবার। চিকিৎসকরা তাদের যথাসাধ্য চেষ্টা করছেন এবং ভাল চিকিৎসা চলছে।
আরও পড়ুন "যার মা এরকম তার ছেলে কেমন হতে পারে..." বিয়ের ২৫ বছরে স্বামী-শাশুড়িকে নিয়ে লম্বা পোস্ট অপরাজিতা আঢ্যর
কুশল শ্রীবাস্তব আরও বলেছেন যে নেতিবাচক খবর তার পরিবারের জন্য খুব বিরক্তিকর। তিনি বলেন, 'এই নেতিবাচক খবরগুলো সহজে ছড়িয়ে পড়ছে বলে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি। লোকেরা মেসেজ করে জিজ্ঞাসা করছে, তাই জিনিসগুলি পরিচালনা করা কঠিন হচ্ছে। রাজু ইতিমধ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং এই গুজবে পরিবার খুবই বিরক্ত।"
advertisement

রাজুর পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রামেও একটি পোস্ট দেওয়া হয়েছে৷ তবে অভিযোগ উঠছে যে সাধারণ মানুষ এখনও ভুয়ো তথ্য ছড়িয়ে চলেছে। এমনও গুজব রয়েছে যেদিন তিনি হৃদরোগে আক্রান্ত হন, তিনি সামান্য ব্যায়াম করেছিলেন যা ভিত্তিহীন। তিনি সর্বদা ট্রেডমিলে দৌড়াতেন, তিনি কখনও ভারী ওজন তুলতেন না। তিনি তার রুটিন ব্যায়াম করছিলেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 14, 2022 2:22 PM IST