#মুম্বই: এরকম প্রোমোশন হয়তো আগে কখনও দেখেনি ফিল্মি দুনিয়া ৷ আর সেই কাণ্ডটাই করে বসলেন দক্ষিণী থলাইভা ! নিজের নতুন ছবি ‘কাবালি’র প্রোমোশনের জন্য বেছে নিলেন এয়ার এশিয়ার ফ্লাইটকে ৷ গোটা প্লেনকে রজনীর ছবি দিয়ে ঢেকে দিল এয়ার এশিয়া !
রজনীকান্তের চর্চিত ছবি ‘কাবালি’র ফ্লাইট পার্টনার হল এয়ার এশিয়া ৷ তাই এই অভিনব প্রোমোশনে একেবারে তাক লাগিয়ে দিয়েছে এই বিমান সংস্থা ৷ এয়ার এশিয়ার তরফ থেকে জানানো হয়েছে, রজনীকান্ত সিনেমার সুপারস্টার ৷ ভারতীয় সিনেমায় তাঁর প্রচুর অবদান ৷ সেই অবদানকেই কুর্ণিশ জানাতেই প্লেনের গায়ে রজনীকান্তের ছবি ৷
শুধু তাই নয়, এয়ার এশিয়ার তরফ থেকে জানানো হয়েছে, ‘কাবালি’র কিছু দৃশ্যও দেখানো হবে প্লেনের ভিতর ৷ এরকম অভিনব প্রোমোশনের খবর পেয়ে, ট্যুইটারে রজনীকান্তের ফ্যান ক্লাব ট্যুইট করেছেন এই ছবি ৷ আপাতত, এয়ার এশিয়ার বেঙ্গালুরু যাওয়ার প্রত্যেকটি প্লেনকেই ঢেকে দেওয়া হয়েছে রজনীর ছবি দিয়ে ৷ তাছাড়া, এয়ার এশিয়ার গোয়া, মুম্বই, দিল্লির ফ্লাইটেও রয়েছেন রজনীকান্ত ! এখানেই শেষ নয়, এয়ার এশিয়ার তরফ থেকে এক বিশেষ প্রতিযোগিতারও করেছে ব্যবস্থা ৷ যাঁরা জিতবেন তাঁদের বিনা খরচায় নিয়ে যাওয়া হবে কোয়ালালামপুরে৷ যেখানে কাবালি-র শ্যুটিং হয়েছে ৷ এমনকী, তাঁরা সুযোগ পাবেন প্রিমিয়ারেও যেতে ৷ ছবিতে রজনীকান্তের সঙ্গে দেখা যাবে রাধিকা আপতেকেও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।