আকাশে উড়ছেন রজনীকান্ত !

Last Updated:

এরকম প্রোমোশন হয়তো আগে কখনও দেখেনি ফিল্মি দুনিয়া ৷ আর সেই কাণ্ডটাই করে বলসেন দক্ষিণী থলাইভা !

#মুম্বই: এরকম প্রোমোশন হয়তো আগে কখনও দেখেনি ফিল্মি দুনিয়া ৷ আর সেই কাণ্ডটাই করে বসলেন দক্ষিণী থলাইভা ! নিজের নতুন ছবি ‘কাবালি’র প্রোমোশনের জন্য বেছে নিলেন এয়ার এশিয়ার ফ্লাইটকে ৷ গোটা প্লেনকে রজনীর ছবি দিয়ে ঢেকে দিল এয়ার এশিয়া !
রজনীকান্তের চর্চিত ছবি ‘কাবালি’র ফ্লাইট পার্টনার হল এয়ার এশিয়া ৷ তাই এই অভিনব প্রোমোশনে একেবারে তাক লাগিয়ে দিয়েছে এই বিমান সংস্থা ৷ এয়ার এশিয়ার তরফ থেকে জানানো হয়েছে, রজনীকান্ত সিনেমার সুপারস্টার ৷ ভারতীয় সিনেমায় তাঁর প্রচুর অবদান ৷ সেই অবদানকেই কুর্ণিশ জানাতেই প্লেনের গায়ে রজনীকান্তের ছবি ৷
শুধু তাই নয়, এয়ার এশিয়ার তরফ থেকে জানানো হয়েছে, ‘কাবালি’র কিছু দৃশ্যও দেখানো হবে প্লেনের ভিতর ৷ এরকম অভিনব প্রোমোশনের খবর পেয়ে, ট্যুইটারে রজনীকান্তের ফ্যান ক্লাব ট্যুইট করেছেন এই ছবি ৷ আপাতত, এয়ার এশিয়ার বেঙ্গালুরু যাওয়ার প্রত্যেকটি প্লেনকেই ঢেকে দেওয়া হয়েছে রজনীর ছবি দিয়ে ৷ তাছাড়া, এয়ার এশিয়ার গোয়া, মুম্বই, দিল্লির ফ্লাইটেও রয়েছেন রজনীকান্ত ! এখানেই শেষ নয়, এয়ার এশিয়ার তরফ থেকে এক বিশেষ প্রতিযোগিতারও করেছে ব্যবস্থা ৷ যাঁরা জিতবেন তাঁদের বিনা খরচায় নিয়ে যাওয়া হবে কোয়ালালামপুরে৷ যেখানে কাবালি-র শ্যুটিং হয়েছে ৷ এমনকী, তাঁরা সুযোগ পাবেন প্রিমিয়ারেও যেতে ৷ ছবিতে রজনীকান্তের সঙ্গে দেখা যাবে রাধিকা আপতেকেও ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আকাশে উড়ছেন রজনীকান্ত !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement