Anant Ambani wedding: অনন্ত-রাধিকার শুভ আশীর্বাদ! অমিতাভকে প্রণাম করতে যান রজনীকান্ত, কী করলেন বিগ বি
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Anant Ambani-Radhika Merchant Wedding: পর্দায় একসঙ্গে কাজ করেছেন অমিতাভ এবং রজনীকান্ত। পেশাগত ক্ষেত্রের বাইরেও অমলিন দু'জনের বন্ধুত্ব।
মুম্বই: নতুন অধ্যায় শুরু করেছেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট। শনিবার জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাঁদের শুভ আশীর্বাদ অনুষ্ঠান ছিল। বিয়ের মতো সেখানেও বসেছিল চাঁদের হাট। বিভিন্ন ক্ষেত্রের তারকারা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন। সেই উৎসবেই এক ফ্রেমে ধরা পড়লেন দুই সুপারস্টার অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত।
পর্দায় একসঙ্গে কাজ করেছেন দুই তারকা। পেশাগত ক্ষেত্রের বাইরেও অমলিন দু’জনের বন্ধুত্ব। আম্বানি পরিবারের উৎসবের লেন্সবন্দি হল দু’জনের মিষ্টি মুহূর্ত। সেখানে স্ত্রী লতা রজনিকান্তকে নিয়ে উপস্থিত ছিলেন রজনীকান্ত। নাতনি নাভেলি নন্দা এবং জামাই নিখিল নন্দার সঙ্গে এসেছিলেন অমিতাভ। সহকর্মীকে দেখেই শ্রদ্ধায় নত হয়ে প্রণাম করতে যান রজনীকান্ত। অমিতাভ যদিও তাঁকে থামিয়ে দেন। পরম স্নেহে জড়িয়ে ধরেন রজনীকান্তকে। দু’জনের কথোপকথনও হয়।
advertisement
advertisement
দুই কিংবদন্তি অভিনেতা ৩২ বছর আগে ‘হাম’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। ছবিটি বক্স অফিসে বিরাট সাফল্য পেয়েছিল। বর্তমানে তাঁরা আসন্ন ছবি ‘ভেট্টাইয়ান’-এর জন্য রুপোলি পর্দায় পুনরায় একত্রিত হতে চলেছেন৷
advertisement
১২ জুলাই অর্থাৎ শুক্রবার মুম্বইয়ে ধুমধাম করে সম্পন্ন হয়েছে অনন্ত-রাধিকার বিয়ে। নবদম্পতির বিশেষ দিনে আনন্দে মেতে উঠেছিলেন সকলেই। নতুন সংসার শুরুর পালা তাঁদের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2024 9:02 AM IST