Anant Ambani wedding: শুরু একসঙ্গে পথ চলা! বিশেষ প্রতিশ্রুতি অনন্ত-রাধিকার, নবদম্পতির আবেগঘন মুহূর্ত

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Wedding: একটি ভাইরাল ভিডিও-য় দেখা যাচ্ছে যে, বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে রয়েছেন রাধিকা এবং অনন্ত। সেখানে বিশেষ ভাবে লেখা প্রতিশ্রুতির আদানপ্রদান করলেন তাঁরা।

মুম্বই: অবশেষে শুক্রবার অর্থাৎ আগামী ১২ জুলাই বিবাহবন্ধনে বাঁধা পড়লেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। নক্ষত্রখচিত এই বিবাহ অনুষ্ঠানে একে অপরের কাছে এক বিশেষ অঙ্গীকার করলেন নবদম্পতি। একটি ভাইরাল ভিডিও-য় দেখা যাচ্ছে যে, বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে রয়েছেন রাধিকা এবং অনন্ত। সেখানে বিশেষ ভাবে লেখা প্রতিশ্রুতির আদানপ্রদান করলেন তাঁরা। যেখানে রাধিকা প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাঁদের ঘর-সংসার হয়ে উঠবে সুরক্ষিত স্থান, সেই সঙ্গে তা ভালবাসা এবং ঐক্যে ভরে উঠবে। আর নববধূকে অনন্তের প্রতিশ্রুতি, রাধিকার জন্য তাঁর স্বপ্নের ঘর গড়ে তুলবেন।
বিয়ের মণ্ডপে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রাধিকা। তিনি বলেন, “আমাদের ঘর শুধু একটা জায়গাই নয়, এটা আমাদের ভালবাসা এবং ঐক্যের অনুভূতি হয়ে উঠবে। আর আমরা যেখানে আছি, সেটাই আমাদের ঘর। আর আমরা যেখানেই থাকি, সেখানেই গড়ে উঠবে আমাদের ঘর।” এরপরেই অনন্ত বলে ওঠেন, “রাধিকা, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমরা একসঙ্গে মিলে আমাদের স্বপ্নের ঘর তৈরি করতে পারব। আমাদের ঘর শুধু একটা স্থান হবে না, সেই সঙ্গে তা হয়ে উঠবে ভালবাসার আবেগ, সে আমরা যেখানেই থাকি না কেন!”
advertisement
বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত ১২ জুলাই অর্থাৎ শুক্রবার। সেদিন ‘শুভ বিবাহ’ বা শুভ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিল আম্বানি পরিবার। এর জন্য ড্রেস কোড ছিল ‘ইন্ডিয়ান ট্র্যাডিশনাল’। ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘শুভ আশীর্বাদ’। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ফর্ম্যাল’। আগামী ১৪ জুলাই উদযাপিত হবে ‘মঙ্গল উৎসব’ বা ওয়েডিং রিসেপশন। ওই অনুষ্ঠানের ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান চিক’। এই সমস্ত অনুষ্ঠান হচ্ছে বিকেসি-র জিও ওয়ার্ল্ড সেন্টারে।
advertisement
advertisement
এই বিয়েতে উপস্থিত হয়েছিলেন একাধিক বলিউড এবং আন্তর্জাতিক তারকা। অতিথি তালিকায় রয়েছেন জন সিনা, কিম কার্দাশিয়ান, ক্লোয়ি কার্দাশিয়ান, সলমন খান, শাহরুখ খান, আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, জাহ্নবী কাপুর প্রমুখেরা। অনন্ত-রাধিকার অঙ্গীকারের এই ভিডিও-র পাশাপাশি শুভ বিবাহের মণ্ডপের একাধিক ছবি এবং ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। যেখান থেকে নব বর-বধূর বিয়ের অনুষ্ঠানের ঝলক মিলেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani wedding: শুরু একসঙ্গে পথ চলা! বিশেষ প্রতিশ্রুতি অনন্ত-রাধিকার, নবদম্পতির আবেগঘন মুহূর্ত
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement