Rajinikanth Health Update: কেমন আছেন 'থালাইভা' রজনীকান্ত? হাসপাতাল থেকে এল সুখবর!

Last Updated:

Rajinikanth Health Update: রজনীকান্তকে সপ্তাহ দুয়েক সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আপাতত বাড়িতেই থাকবেন তিনি।

রজনীকান্ত
রজনীকান্ত
মুম্বই: হাসপাতাল থেকে ছুটি পেলেন সুপারস্টার রজনীকান্ত। বুকে ব্যথা নিয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, রক্তনালী ফুলে গিয়েছে। এরপর ১ অক্টোবর ট্র্যান্সক্যাথেটার পদ্ধতিতে তাঁর মহাধমনীতে স্টেন্ট বসানো হয়। দু’দিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে। অবশেষে গতকাল রাত ১১টা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পান ‘থালাইভা’।
রজনীকান্তকে সপ্তাহ দুয়েক সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আপাতত বাড়িতেই থাকবেন তিনি। চিকিৎসকরা সবুজ সংকেত দিলে তিনি ফের পরিচালক লোকেশ কানাগরাজের ছবি ‘কুলি’-তে কাজ শুরু করবেন বলে আশা করা হচ্ছে। সুপারস্টারের ঘরে ফেরায় খুশি ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় রজনীকান্তর দ্রুত আরোগ্য কামনা করছেন নেটিজেনরাও।
আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে মামলা নিয়ে বড় ঘটনা হাইকোর্টে, বিনীত গোয়েলেও জরুরি নির্দেশ
সুপারস্টারের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। সেই সময় তাঁর স্ত্রী লতা রজনীকান্ত সিএনএন-নিউজ18-কে জানিয়েছিলেন, পেটে ব্যথা হওয়ায় সোমবার রাতে অভিনেতাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর অভিনেতা কেমন আছেন জানতে চেয়ে ফের লতার সঙ্গে যোগাযোগ করে সিএনএন-নিউজ18। তখন তিনি বলেন, “এখন সব ঠিক আছে।’’
advertisement
advertisement
আরও পড়ুন: পুজোর মুখে বাড়ছে দুশ্চিন্তা, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস! আর দক্ষিণে? আবহাওয়া আপডেট
ভারতীয় সিনেমার অন্যতম আইকন রজনীকান্ত। পর্দায় তাঁর ক্যারিশ্মাটিক উপস্থিতি আজও লক্ষ লক্ষ ভারতীয়র হৃদয়ে ঝড় তোলে। ভক্তদের কাছে তাই তিনি ‘থালাইভা’। ‘বাশা’, ‘শিবাজি’, ‘জেলর’-এর মতো একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন। যা শুধু বাণিজ্য সফলই হয়নি, সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। এহেন সুপারস্টারের হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ দানা বাঁধে। রজনীকান্তর আরোগ্য কামনায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া।
advertisement
হাসপাতালে ভর্তি হওয়ার আগে ‘ভেট্টাইয়ান’-এর অডিও লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজনীকান্ত। ভক্তদের অনুরোধে তাঁর আইকনিক নাচের হুক স্টেপও করে দেখান। টিজে গান্নানভেল পরিচালিত ‘ভেট্টাইয়ান’ মুক্তি পেতে চলেছে ১০ অক্টোবর। এটা অভিনেতার ১৭০ তম ছবি। ১৬০ কোটি টাকার বিশাল বাজেটে তৈরি এই ছবি চেন্নাই, মুম্বই, তিরুবন্তপুরম এবং হায়দরাবাদের মনোরম লোকেশনে শ্যুট করা হয়েছে। তবে ছবির অফিসিয়াল প্রিভিউ রিলিজ হয়নি। একেবারে মুক্তি পাবে বড় পর্দায়।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rajinikanth Health Update: কেমন আছেন 'থালাইভা' রজনীকান্ত? হাসপাতাল থেকে এল সুখবর!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement