কলকাতার ভিতর আরেক কলকাতা! লুপ্তপ্রায় ভিস্তিদের নিয়ে প্রথম তথ্যচিত্র বানালেন রাজাদিত্য ব্যানার্জি
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Documentary: ২০১৭-এ তৈরি করেন কলকাতার বিলুপ্তপ্রায় ভিস্তিওয়ালাদের ওপর প্রথম তথ্যচিত্র 'ওয়াটারওয়ালা'
#কলকাতা: অলিগলির ভুল-ভুলইয়া পেরোতে গিয়েই হঠাৎ আলাপ ভিস্তি দাদাদের সঙ্গে। ছোটবেলায় ইন্টারনেট আসার আগে টুলু পাম্পের যখন জন্ম হয়নি, এঁরা কর্পোরেশনে চাকরি করতেন। বাড়িতে বাড়িতে মশক নিয়ে জল দিতেন। বেশ কয়েকজন, অন্তত ৫০জন ভিস্তি ছিলেন কলকাতায়। আজ সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ২-৫ এ।

বাড়িতে বাড়িতে কর্পোরেশনের জল পৌঁছে গেছে। এছাড়াও রয়েছে টুলু পাম্পের ব্যবহার। শহর কলকাতা ফিরিয়ে দিচ্ছে ভিস্তিদের।
advertisement
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচিত্র পরিচালক রাজাদিত্য ব্যানার্জি। তিনি ২০১৭-এ তৈরি করেন কলকাতার বিলুপ্তপ্রায় ভিস্তিওয়ালাদের ওপর প্রথম তথ্যচিত্র 'ওয়াটারওয়ালা'। ২০১৭ থেকে বহু মানুষ দেশে বিদেশে এই সিনেমা দেখেছেন। এইবার দেশে এবং আন্তর্জাতিক ফেস্টিভ্যালের সার্কিটে এই গবেষণামূলক কাজটি দেখা যাবে। ভারত-ফিনল্যাণ্ডের যৌথ প্রযোজনায় তৈরী এই সিনেমাটি চিত্রগ্রহণ করেছেন সুমন শিট , গিরিধারী গড়াই , সুদীপ বড়াল। সম্পাদনা করেছেন সুমন্ত সরকার। লোকেশন সাউন্ড রেকর্ড করেছেন হিমাদ্রি আদক ও সন্দীপ রায় কর্মকার। 'ওয়াটারওয়ালা' পরিচালকের পঞ্চম ডকুমেন্টারী ।
advertisement
পরিচালক জানান, 'এই কাজ প্রথম শুরু করি ২০১৬-১৭-এ বৌবাজারে। ভিস্তি চাচা ইসামুলকে বোঝাতে মাসের পর মাস সময় লেগেছে। শেষে বুঝেছিলেন আমরা ওঁনার জীবনের কথা পর্দায় তুলে ধরতে চাই, আর কোনো উদেশ্য নেই আমাদের। আমরা পুলিশের চরও নই।'
advertisement
কলকাতা কি দেবে ভিস্তিদের ?
ভিস্তিদের নিজেদের গল্প 'ওয়াটারওয়ালা'। আসছে কলকাতার বিলুপ্তপ্রায় ভিস্তিদের গল্প। কলকাতার ভিতর যে আরেকটা কলকাতা রয়েছে, সেই গল্প বলবে এই তথ্যচিত্র।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2022 11:37 PM IST