হোম /খবর /বিনোদন /
শুভশ্রীর চুমুর চোটে ওলট-পালট রাজের চশমা! বিশেষ দিনে বরকে আদর নায়িকার

শুভশ্রীর চুমুর চোটে ওলট-পালট রাজের চশমা! বিশেষ দিনে বরকে আদর নায়িকার

Raj-Subhashree: বরের জন্মদিন বলে কথা! রাজকে আদরে ভরালেন শুভশ্রী। দেখুন ছবি।

  • Share this:

কলকাতা: তিনটি ছবি তিনি পোস্ট করলেন। তাঁর মধ্যে দুটি ছবি আদরে ঠাঁসা।

রাজ চক্রবর্তীর জন্মদিন। এমন দিনে বরকে আদরে ভরিয়ে দেবেন শুভশ্রী, সেটা তো স্বাভাবিক ব্যাপার। আর সেই আদরের চোটে রাজ চক্রবর্তীর চশমার ওলট-পালট অবস্থা।

টেবিলের উপর রাখা দুটি কেক। হাসিমুখে অন্যমনস্ক রাজ। এটাই শুভশ্রীর পোস্ট করা প্রথম ছবি। বাকি দুটি ছবিতেই তাঁর সঙ্গে বর রাজ। একটিতে শুভশ্রী জাপটে ধরেছেন বরকে। আরেকটি ছবিতে রাজের গালে চুমু শুভশ্রীর। আপাতত নেটমাধ্যমে তিনটি ছবিই ভাইরাল।

আরও পড়ুন- ধর্মেন্দ্রর প্রথম স্ত্রীয়ের বাড়িতে প্রবেশ নিষিদ্ধ হেমা এবং তাঁর কন্যাদের!

একেবারে  ঘরোয়া ভাবেই জন্মদিনে সেলিব্রেশন করলেন রাজ-শুভশ্রী। ২১ ফেব্রুয়ারি রাজ চক্রবর্তীর জন্মদিনে শুভশ্রী লিখেছেন,  হ্যাপি বার্থ ডে আমার পার্টনার। তোমাকে পেয়ে এই মুহূর্তে দুনিয়ার সব থেকে ভাগ্যবান মেয়ে আমি। সুস্বাস্থ্য় এবং তোমার সাফল্য কামনা করি। তুমিই সেরা। চুমু’।

২০১৮ সালে বিয়ে হয়েছিল রাজ-শুভশ্রীর। তার পর থেকে নেটিজেনরা তাঁদের ‘রাজশ্রী’ জুটি নাম দেন। ২০২০ সালে দ্বিতীয় বিবাহবার্ষীকিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন শুভশ্রী। সেপ্টেম্বর মাসে রাজ-শুভশ্রীর ঘর আলো করে আসে ছেলে ইউভান।

আরও পড়ুন- টলিউডে রাজের রাজত্ব জারি! পরিচালকের জন্মদিনে রইল তাঁর সেরা ৫ ছবির তালিকা

শুভশ্রীর পোস্টের পর অনেকেই রাজ চক্রবর্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

Published by:Suman Majumder
First published:

Tags: Raj Chakraborty, Raj subhashree